মইনের শতকে ইংল্যান্ডের দিন

 

মাথাভাঙ্গা মনিটর: মইন আলীর পঞ্চম শতকে চেন্নাই টেস্টের প্রথম দিনটি ইংল্যান্ডের। জো রুট ও জনি বেয়ারস্টোর সঙ্গে এই অলরাউন্ডারের দুটি চমৎকার জুটিতে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে রয়েছে অতিথিরা। এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে প্রথম দিনের খেলা শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ২৮৪ রান। চলতি বছরে চতুর্থ শতক পাওয়া মইন ১২০ ও আরেক অলরাউন্ডার বেন স্টোকস ৫ রানে ব্যাট করছেন। সিরিজে এটি মইনের দ্বিতীয় শতক। ষষ্ঠ ইংলিশ ব্যাটসম্যান হিসেবে ভারতে স্বাগতিকদের বিপক্ষে টেস্ট সিরিজে একাধিক শতক পেলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। তার ২২২ বলের ইনিংসটি গড়া ১২টি চারে। গতকাল শুক্রবার টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে ইংল্যান্ড। সিরিজে প্রথমবারের মতো খেলতে নেমে কিটন জেনিংসকে পার্থিব প্যাটেলের ক্যাচে পরিণত করেন পেসার ইশান্ত শর্মা। সিরিজে পঞ্চমবারের মতো রবিন্দ্র জাদেজার শিকারে পরিণত হওয়ার আগে মাত্র ১০ রান করেন অ্যালেস্টার কুক। এর আগেই অবশ্য দশম ব্যাটসম্যান হিসেবে ১১ হাজার টেস্ট রানের মাইলফলকে পৌঁছুনো ইংল্যান্ডের অধিনায়ক। ২১ রানে দু উদ্বোধনী ব্যাটসম্যানকে হারানোর পর প্রতিরোধ গড়েন মইন-রুট। তাদের ১৪৬ রানের জুটিতে কাটে অস্বস্তি। স্বাগতিক স্পিনারদের দারুণভাবে সামাল দেন দু ব্যাটসম্যান। ভারতের বিপক্ষে খেলা ১১ টেস্টের প্রতিটিতেই অর্ধশতক পাওয়া রুট ফিরেন ১০টি চারে ৮৮ রানের দারুণ এক ইনিংস খেলে। রোনালদো-বেনজেমার গোলে ফাইনালে রিয়াল

মাথাভাঙ্গা মনিটর: প্রথমার্ধের যোগ করা সময়ে গোল পেলেন করিম বেনজেমা; দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ক্রিস্টিয়ানো রোনালদো। বেশ কয়েকটি সুযোগ নষ্ট করলেও কনকাকাফ চ্যাম্পিয়ন ক্লাব আমেরিকাকে সহজেই হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে ইউরোপ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। গত বৃহস্পতিবার জাপানের ইয়োকোহামা আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় সেমি-ফাইনালে ২-০ গোলে জিতেছে জিনেদিন জিদানের দল। আগামী রোববার ফাইনালে স্বাগতিক কাশিমার বিপক্ষে খেলবে ২০১৪ সালের চ্যাম্পিয়ন রিয়াল।