চুয়াডাঙ্গায় ডায়রিয়া আক্রান্ত শিশুর মৃত্যু!

 

স্টাফ রিপোর্টার: দামুড়হুদা জয়রামপুরের দেড় বছর বয়সী শিশু জেরিন ডায়রিয়া আক্রান্ত হয়ে মারা গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয়।

এইযুগেও ডায়রিয়ায় শিশুর মৃত্যু? হাসপাতালে কর্তব্যরতদেরই কয়েকজন এ প্রশ্ন তোলেন। চিকিৎসক বলেছেন, অসচেতনতার কারণে এমনটি হয়েছে।  হাসপাতালে নিতে বড্ড দেরি করার কারণে শিশু জেরিনের চিকিৎসাই দেয়া গেলো না।

জানা গেছে, চুয়াডাঙ্গা দামুড়হুদার জয়রামপুর শাহপাড়ার নজরুল ইসলামের মেয়ে জেরিন গতপরশু বৃহস্পতিবার ডায়রিয়া আক্রান্ত হয়। অবস্থার অবনতি হলে গতকাল সকালে নেয়া হয় দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (চিৎলা হাসপাতালে)। সেখানে ভর্তি করা হয়নি। এ অভিযোগ করে জেরিনের নিকটজনেরা বলেছে, বিকেলে যখন খারাপ অবস্থা তখন নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। ভর্তির কিছুক্ষণের মধ্যেই মারা যায় জেরিন।