তৃতীয় শ্রেণিতে প্রতি আসনে ভর্তিচ্ছু শিক্ষার্থী ২ দশমিক ৩৯ জন
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ে তৃতীয় এবং ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ২৬ ডিসেম্বর। ইতোমধ্যেই আবেদনের সময় সীমা শেষ হয়েছে। ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে দুটি শিফটে ২শ ৪০ আসনের বিপরীতে ভর্তিচ্ছু ছাত্রের সংখ্যা ৫শ ৭৪ জন। বালিকা বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে একই আসনের বিপরীতে আবেদক ৫শ ৫৯ জন ছাত্রী। একটি আসনের বিপরীতে আবেদনকারী ২ দশমিক ৩৯ জন। এবারও দেশের সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য ডিজিটাল পদ্ধতিতে ১ ডিসেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়। শেষ হয় ১২ ডিসেম্বর।
জানা গেছে, চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে মাত্র ২৪টি আসন রয়েছে। এ আসনের বিপরীতে আবেদন পড়েছে ১শ ৩০টি। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে একই শ্রেণিতে একই আসনের বিপরীতে আবেদন করেছে ১শ ৩৪ জন ছাত্রী। আগামী ২6 ডিসেম্বর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত তৃতীয় শ্রেণিতে ভর্তিইচ্ছুদের লিখিত পরীক্ষা নেয়া হবে। অভিন্ন প্রশ্নে দুটি বিদ্যালয়ে পরীক্ষা নেয়ার পর ওইদিনই ফল প্রকাশ করা হবে। গতকাল এ বিষয়ে বিদ্যালয় দুটিতে তথ্য সংগ্রহ করতে গেলে দেখা যায়, অভিভাবকদের যেমন আসা যাওয়া, তেমনই বিদ্যালয়ের প্রধান গেটের সামনে দাঁড়িয়ে ভর্তি কোচিঙের লিফলেট বিতরণের দৃশ্য দৃষ্টিগোচর হয়েছে। বিদ্যালয় দুটির কয়েকজন শিক্ষক ভর্তি কোচিঙের নামে অর্থ বাণিজ্যই শুধু করছেন, কয়েকজন শিক্ষক শিশু শিক্ষার্থীদের ঠাসাঠাসি করে বসিয়ে অমানবিক কায়দায় ভর্তি পরীক্ষায় যোগ্য করে তোলার চেষ্টা করছেন। বিশেষ করে চুয়াডাঙ্গা মুক্তিপাড়ায় ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অশোক কুমারের কোচিংটি বিরূপ সমালোচনার শীর্ষে রয়েছে।
আরও জানা গেছে, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে প্রভাতীতে ১২০টি আসনের বিপরীতে ২৮০ জন ও দিবা শাখায় ১২০টি আসনের বিপরীতে ২৭৯ জন শিশু শিক্ষার্থী আবেদন জমা পড়েছে। ৬ষ্ঠ শ্রেণিতে রয়েছে মাত্র ২৪টি আসন। আবেদন করা হয়েছে ১৩৪টি। ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির প্রভাতী শাখায় ১২০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২৮২টি এ দিবা শাখায় আবেদনের সংখ্যা ২৯২টি। ৬ষ্ঠ শ্রেণিতে দিবা শাখায় ২৪টি আসনের বিপরীতে আবেদন জমা হয়েছে ১৩০টি। ৬ষ্ঠ শ্রেণিতে ১০ নম্বরের ভীর্ত পরীক্ষা ২৬ ডিসেম্বর ১১টা থেকে ১২ পর্যন্ত গ্রহণ করা হবে।