মেহেরপুর আমঝুপিতে বিদ্যালয়ভিত্তিক সামাজিক নিরীক্ষা কমিটির কার্যক্রম বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

 

আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়ভিত্তিক সামাজিক নিরীক্ষা কমিটির কার্যক্রম বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে অনুষ্ঠিত হয় গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় মানব উন্নয়ন কেন্দ্র মউক কর্মশালার আয়োজন করে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমঝুপি কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্য আবদুল হান্নান, কর্মশালার লক্ষ্যে উদ্দেশ্য নিয়ে স্বাগত বক্তব্য দেন মানব উন্নয়ন কেন্দ্র মউকের সমন্বয়কারী দীপেন্দ্র সরকার রিসোর্স পার্সন হিসেবে কর্মশালা পরিচালনা করেন মো. ফিরোজুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, মেহেরপুর সদর কর্মশালায় বিদ্যালয় ভিত্তিক সামাজিক নিরীক্ষা কমিটির বিভিন্ন কার্যক্রম, দায়দায়িত্ব, স্লীপ কমিটি গঠন, স্লীপের কার্যক্রমসহ স্থানীয় জনগণের স্লীপে অংশগ্রহণ ইত্যাদি বিষয়ে আলোচনায় স্থান পায় আমদহ ইউনিয়নের জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবকসহ সামাজিক মূল্যায়ন কমিটির সদস্যগণ অংশগ্রহণ করেন অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রত্যাশা প্রকল্পের প্রোগ্রাম অফিসার সাদ আহম্মেদ

 

Leave a comment