ঝিনাইদহ শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে জঙ্গিবাদ বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠিত

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সূধী সমাবেশ এবং জঙ্গিবাদ বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে গতকাল বৃহস্পতিবার সকালে উপলক্ষে স্কুল প্রাঙ্গণে আলোচনাসভার আয়োজন করা হয় স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলী রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্র্নেল মো. সাদিকুল বারী বিশেষ অতিথি ছিলেন ্যাব, সিপিসি, ঝিনাইদহ ক্যাম্পের স্কোর্য়াড কমান্ডার এসএসপি বজলুর রশিদ, অস্ট্রেলিয়া প্রবাসী ঝিনাইদহ ক্যাডেট কলেজের সাবেক ক্যাডেট . আনিসুজ্জামান অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী অভিভাবকরা উপস্থিত ছিলেন আলোচনাসভায় বক্তারা দেশ থেকে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ নির্মূল করার জন্য এগিয়ে আসার আহ্বান জানান

আলোচনা সভা শেষে অস্ট্রেলিয়া প্রবাসী শিক্ষক ড. আনিসুজ্জামান দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য তার পিতা শৈলকুপা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মৃত শমসের হোসেন শিক্ষাবৃত্তির টাকা প্রদান করেন। পরে জঙ্গিবাদ বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a comment