ঝিনাইদহে জিংক ধানের বীজ কৃষকদের মাঝে বিতরণ

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলার সদর উপজেলার ১০ নং হরিশঙ্করপুর ইউনিয়ন পরিষদে গত মঙ্গলবার সকাল ১১টায় জিংক সমৃদ্ধ ব্রি ধান ৬২ ব্রি ধান ৭৪ জাতের ধান বীজ বিতরণ অনুষ্ঠিত হয় হারভেস্ট প্লাস বাংলাদেশেরডেলিভারি অব হাই জিংক রাইস ইন বাংলাদেশ প্রকল্পের সহযোগী সংস্থা হিসেবে স্থানীয় এনজিও উন্নয়ন ধারা এই অনুষ্ঠানের আয়োজন করে ১০ নং হরিশঙ্করপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আবদুল্লাহ্ আল মাছুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপতরের উপপরিচালক শাহ্ মো. আকরামুল হক

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপপরিচালক ওয়াহিদুর রহমান, সদর উপজেলার কৃষি অফিসার . খান মো. মনিরুজ্জামান, উন্নয়ন ধারার নির্বাহী পরিচালক কৃষিবিদ শহীদুল ইসলাম, প্রোগ্রাম কোঅর্ডিনেটর হায়দার আলী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা নাসির উদ্দীন, কৃষিবিদ রুবেল আলী, উন্নয়ন ধারার ডাটা ম্যানেজমেন্ট অফিসার তানভীর আহম্মদ রনি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কৃষাণকৃষাণীবৃন্দ

অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন ধারার হারভেস্ট প্লাস প্রকল্পের প্রোগ্রাম কোঅর্ডিনেটর কৃষিবিদ কৃষ্ণ দাস সাহা অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক শাহ্ মো: আকরামুল হক আলোচনা শেষে জিংক সমৃদ্ধ ব্রি ধান ৬২ ব্রি ধান ৭৪ জাতের ধান বীজ বিতরণ করেন

বাংলাদেশের মানুষেরজিংক অভাব পূরণের লক্ষ্যে হার্ভেস্ট প্লাস চ্যালেঞ্জ প্রোগ্রামের আওতায় সারাদেশের বিভিন্ন এলাকার মতো বোরো ২০১৬১৭ মরসুমে ঝিনাইদহ জেলার ঝিনাইদহ সদরসহ, কালিগঞ্জ, শৈলকুপা হরিণাকু উপজেলা গুলোতে জিংক সমৃদ্ধ ব্রি ধান ৬২ ব্রি ধান ৭৪ জাতের ১২০০ জন কৃষকের মাঝে ৩১০০ কেজি জিংক ধানের বীজ বিতরণ, প্রশিক্ষণ, প্রদর্শনী প্লট স্থাপনসহ বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে উক্ত কার্যক্রমের অংশ হিসেবে এই অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্যে জিংক ধানের বীজ বিতরণ করা হয়

অনুষ্ঠানে বক্তারা বলেন যে, বাংলাদেশে আজকাল মা শিশুদের মধ্যে জিংকের ব্যাপক অভাব লক্ষ্য করা যাচ্ছে জিংকের অভাব দূর করার ক্ষেত্রে এই জাতটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং দেশের পুষ্টির অভাবে ভোগা মানুষের স্বাস্থ্য পুষ্টির অবস্থা উন্নয়নে অবদান রাখবে বলে উপস্থিত সকলে আশাবাদ ব্যক্ত করেন

Leave a comment