ঝিনাইদহে জনবান্ধব ভ্যাট ব্যবস্থা কার্যকর করার দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত ! ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে জনবান্ধব ভ্যাট ব্যবস্থা কার্যকর করার দাবিতে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের এইচএসএস সড়কের উন্নয়ন ধারার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে গণতান্ত্রিক বাজেট আন্দোলন জেলা শাখা। আহ্বায়ক আমিনুর রহমান টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের পরিচালক হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উন্নয়ন ধারার নির্বাহী পরিচালক শহিদুল ইসলাম, জেলা গণতান্ত্রিক বাজেট আন্দোলনের সদস্য সচিব হায়দার আলী ও আইনজীবী খোদা বকস। অনুষ্ঠানে জেলা ও উপজেলার কৃষক, কৃষাণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সে সময় বক্তারা, জেলা ভিত্তিক বাজেট বাস্তবায়ন ও জনবান্ধব ভ্যাট ব্যবস্থা কার্যকর করার জন্য সরকারের প্রতি দাবি জানান।

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে জনবান্ধব ভ্যাট ব্যবস্থা কার্যকর করার দাবিতে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের এইচএসএস সড়কের উন্নয়ন ধারার মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে গণতান্ত্রিক বাজেট আন্দোলন জেলা শাখা আহ্বায়ক আমিনুর রহমান টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের পরিচালক হাফিজুর রহমান বিশেষ অতিথি ছিলেন উন্নয়ন ধারার নির্বাহী পরিচালক শহিদুল ইসলাম, জেলা গণতান্ত্রিক বাজেট আন্দোলনের সদস্য সচিব হায়দার আলী আইনজীবী খোদা বকস অনুষ্ঠানে জেলা উপজেলার কৃষক, কৃষাণীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন সে সময় বক্তারা, জেলা ভিত্তিক বাজেট বাস্তবায়ন জনবান্ধব ভ্যাট ব্যবস্থা কার্যকর করার জন্য সরকারের প্রতি দাবি জানান

Leave a comment