সিডনিতে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের জয়

 

মাথাভাঙ্গা মনিটর: নিউজিল্যান্ড সফরের আগে অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথম প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। গতকাল বুধবার অস্ট্রেলিয়ান সিডনি সিক্সার্সকে ৭ উইকেটে পরাজিত করেছে মাশরাফি বাহিনী। নিউজল্যান্ড সফরের আগে সিডনিতে প্রস্তুতি ক্যাম্প করেছে বাংলাদেশ দল। প্রথম প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ান ক্লাব সিডনি সিক্সার্সের মুখোমুখি হয় মাশরাফির দল।

টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বোথার সিডনি সিক্সার্স। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৯ রান তোলে তারা। জয়ের জন্য বাংলাদেশ টিমের লক্ষ্য ছিলো ১৭০ রান! তবে বৃষ্টি বাধায় ম্যাচের ওভার কর্তন করে ৮ ওভারে আনা হয়। জয়ের লক্ষ্য নির্ধারণ করা হয় ৮৪ রানে। তিন উইকেটের বিনিময়ে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে যায় মাশরাফির দল। ব্যাটিং করতে নেমে ইমরুল কায়েস ও সৌম্য সরকারের ওপেনিং জুটি শুভসূচনা করেন।  ইয়ান বোথামের বলে প্রথম ওভারে ১৭ রান তুলে ওই জুটি। ব্যক্তিগত ১২ রান করে দলীয় ২৯ রানে সাজ ঘরে ফেরেন ইমরুল। এরপর তিন নম্বরে নেমে মাত্র একরান করেই প্যাভিলিয়নে ফেরেন সাব্বির রহমান। পরে দলকে ৪৩ রানের সংগ্রহে রেখে ব্যক্তিগত ২০ রানে আউট হন সৌম্য সরকার।