যশোর আঞ্চলের স্কিলস কম্পিটিশনে মীর সামসুল ইসলাম পলিটেকনিক ইনস্টিটিউটের সাফল্য অর্জন

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার হারদী মীর সামসুল ইসলাম পলিটেকনিক ইনস্টিটিউট যশোরে অনুষ্ঠিত স্কিলস কম্পিটিশন-‘১৬ আঞ্চলিক প্রতিযোগিতায় ১ম ও ২য় স্থানের মর্যাদাপূর্ণ ক্রেস্ট ছিনিয়ে এনেছে। বিশ্বব্যাংক ও কানাডার অর্থায়নে শিক্ষা মন্ত্রণালয়ের (স্টেপ) প্রকল্পের আওতায় গতকাল যশোর অঞ্চলের জেলাগুলোর ২০টি পলিটেকনিক ইনস্টিটিউট ওই স্কিলস কম্পিটিশন-’১৬-এ অংশ নেয়।

যশোর পলিটেকনিক ইনস্টিটিউট চত্বরে অনুষ্ঠিত ওই স্কিলস কম্পিটিশনে অংশগ্রহণ করে যশোর, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গা  জেলার ২০টি পলিটেকনিক ইনস্টিটিউট। প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা জেলার মীর সামসুল ইসলাম পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স টেকনোলজি বিভাগের শিক্ষার্থিদের ইন্ড্রাস্ট্রিয়াল কন্ট্রোল বাই মাইক্রো যন্ত্রটি ১ম স্থান ও সিভিল বিভাগের নিউ ডিজিটাল সিস্টেমস ফরম রেলগেট যন্ত্রটি ২য় স্থান লাভ করে। সেরা পুরুস্কার দুটি ছিনিয়ে আনতে পেরে প্রতিষ্ঠানের সভাপতি, শিক্ষকম-লীসহ শিক্ষার্থীরা অত্যন্ত খুশি।

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদফতরের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক মো. ইমরান। সভপতিত্ব করেন যশোর পলিটেকনিক ইনস্টিউিটের অধ্যক্ষ প্রকৌশলী সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন ডুয়েটের বিভাগীয় প্রধান প্রফেসর প্রকৌশলী ড. কামরুজ্জামান, স্বাগত বক্তব্য রাখেন যশোর পলিটেকনিকের উপাধ্যক্ষ প্রকৌশলী আক্তারুজ্জামান। স্কিলস কম্পিটিশনের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার শহীদ আবু সরোয়ার। মীর সামসুল ইসলাম পলিটেকনিক ইস্টিটিউটের শিক্ষকদের মধ্যে ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অধ্যক্ষ মনিরুজ্জামান, ইলেকট্রনিক্স বিভাগের প্রধান স্মৃতিকণা দাস, সিভিল বিভাগের শিক্ষক ইয়ামিন আলী ও প্রকল্পের ফোকালপার্সন সুজন প্রসাদ সাহা। ইলেকট্রনিক্স বিভাগের ৬ষ্ঠ পর্বের ছাত্র ইবাদত হোসেন, জুয়েল রানা ও নাঈমুর রহমান। এদিকে, এ সাফল্য অর্জন করায় মীর সামসুল ইসলাম পলিটেকনিক ইনস্টিটিউটের ম্যানেজিং কমিটির পক্ষে সকল শিক্ষার্থী ও শিক্ষকদের অভিনন্দন জানিয়েছেন সভাপতি হারদী ইউপি  চেয়ারম্যান নূরুল ইসলাম।

 

Leave a comment