মাদকদ্রব্য বিক্রি বন্ধের দাবিতে চুয়াডাঙ্গায় ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মানববন্ধন অবস্থান ধর্মঘট

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য বিক্রি বন্ধের দাবিতে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মানববন্ধন

 

 

স্টাফ রিপোর্টার: মাদকদ্রব্য বিক্রি বন্ধের দাবিতে চুয়াডাঙ্গায় ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মানববন্ধন এবং অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় স্থানীয় মাছপট্টিতে এ কর্মূচি পালন করা হয়। চুয়াডাঙ্গা শহরের মাছপট্টি, গমপট্টি ও মহিলা মাদরাসা সংলগ্ন স্থানে হরিজন সম্প্রদায়ের লোকজন দীর্ঘদিন ধরে মদ, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য প্রকাশ্যে বিক্রি করে আসছে। এরই প্রতিবাদে ওই এলাকায় আধাঘণ্টা অবস্থান ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচিতে শতস্ফূর্তভাবে এলাকাবাসী, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এ সময় বক্তব্য দেন জেলা দোকান মালিক সমিতিরি সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, সহ-সভাপতি জগলুল কাদের, মৎস্য ব্যবাসায়ী সমিতির সভাপতি মালেক সরকার, সেক্রটারী ফিরোজ মিয়া প্রমুখ। তারা বলেন আগামী ১ সপ্তাহের মধ্যে মাদকদ্রব্য বিক্রির বন্ধের ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।