বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ : চুয়াডাঙ্গা-মেহেপুরে ব্যাপক কর্মসূচি পালন

মাথাভাঙ্গা ডেস্ক: গতকাল ছিলো ১৪ ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবী দিবস। চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে দিবসটি পালিত হয়েছে। জাতি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেছে শহীদ বুদ্ধিজীবীদের। স্বাধীনতার একদিন আগে পাক হানাদারবাহিনী রাজাকার আলবদর আল সামসের চক্রান্তে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করে।
শহীদ বুদ্ধিজীবী দিবস চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৭টায় শহীদ হাসান চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোর্য়াদ্দার ছেলুন। এর আগে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে শোকর‌্যালি বের করা হয়। জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি পতাকা তুলে দিবসের কর্মসূচি পালনের সূচনা করা হয়। শোকর‌্যালিটি শহীদ হাসান চত্বরে গিয়ে শেষ হয় শোকর‌্যালি। এরপর সেখানে মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও  আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দারসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় শহীদ স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়। উপস্থিত বিভিন্ন সাহিত্য সংস্কৃতিক সংগঠনের সদস্য নেতৃবৃন্দ শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে নিরবতাও পালন করেন।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চুয়াডাঙ্গার বিভিন্ন সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মোমবাতি প্রজ্জ্বলন, মৌন মিছিল, শপথ বাক্য পাঠ, কোরাস সঙ্গীত অনুষ্ঠিত হয়। বুধবার সন্ধ্যায় জেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে সকল সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করা হয়। দিবসটি উপলক্ষে সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা শিল্পকলা একাডেমী চত্বর থেকে মোমবাতি প্রজ্জলিত এক মৌন মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেন অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মুন্সি জাহাঙ্গীর আলম মান্নান, সংলাপ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মনিরুজ্জামান মনির, জেলা উদীচীর সভাপতি অ্যাড. নওশের আলী, চুয়াডাঙ্গা আবৃত্তি পর্ষদের সাধারণ সম্পাদক সাংবাদিক মরিয়ম শেলী। মিছিলটি কেন্দ্রীয় স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা শিল্পকলা একাডেমী, অরিন্দম সাংস্কৃতিক সংগঠন, চুয়াডাঙ্গা আবৃত্তি পর্ষদ, সংলাপ সাংস্কৃতিক সংগঠন, জেলা উদীচী, শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করা হয়। অন্যদিকে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ নিজস্ব কার্যালয় থেকে মোমবাতি প্রজ্জ্বলিত মৌন মিছিল নিয়ে সংগঠনের সভাপতি তৌহিদ হোসেন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ও সদস্যরা স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে। পরে শহীদ বু্িদ্ধজীবীদের অবদান অক্ষণœ রাখতে এবং তাদের হত্যাকারী সকল রাজকার, আলবদর আলশামসদের এ দেশ থেকে উৎখাত করতে শপথ নেয়া হয়। শপথ বাক্য পাঠ করেন উদীচীর সাধারণ সম্পাদক হাবীবী জহির। পরে উদীচী পরিবেশনায় সমবেত কণ্ঠে রবীন্দ্র নাথের ‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে…….’ গানটি পরিবেশিত হয়।
আলোর মিছিল ও শহীদ স্মৃতিস্তম্ভের বেদিতে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেছে। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সন্ধ্যায় সাহিত্য পরিষদ চত্বর থেকে আলোর মিছিল বের করে শহীদ হাসান চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে এসে শেষ হয়। এ সময় স্মৃতিস্তম্ভের বেদিতে মোমবাতি প্রজ্জ্বলন ও পুস্পস্তবক অর্পণ করা হয়। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি তৌহিদ হোসেন, সহসভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ অমিতাভ মীর, চিত্তরঞ্জন সাহা চিতু, ইদ্রিস ম-ল, মরিয়ম শেলী, গোলাম কবীর মুকুল, আদিল হোসেন, ফারুক, জামান আক্তার, আনসার আলী, সিরাজ উদ্দিন, জাহিদ জীবন, হোসেন জাকির, সুমন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিনয় ও যথার্থ শ্রদ্ধায় মুক্তিযোদ্ধা-জনতা নামক সংগঠনের ব্যানারে আলমডাঙ্গায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সংগঠনটি গতকাল বেলা ১১টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করে। পরে বিশিষ্ট মুক্তিযোদ্ধা এম সবেদ আলীর নেতৃত্বে শোকর‌্যালিসহ আলমডাঙ্গা বধ্যভূমিতে উপস্থিত হন। এ সময় মুক্তিযোদ্ধা কোরবান আলী, কোন্দকার সেলিম, আজিজুল জোয়ার্দ্দার, রবজেল আলী, শেখ ওমর ফারুক, ডা. লিয়াকত আলী, খন্দকার রাশেদুজ্জামান, শফি উদ্দিন, সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান, শরিফুল ইসলাম শরিফ, শিক্ষক আহসান হাবীব, সাজ্জাদ হোসেন, আঃ সালাম, রকিবুল ইসলাম, আরশাদুল আলম, আকরাম আলী, আখতারুজ্জামান, মিরাজুল ইসলাম, মহররম আলী, আনিছুর রহমান, ইসমাঈল হোসেন, শমসের আলী, রুহুল আমিন, ওমর আলী প্রমুখ। সেখানে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির উদ্দেশে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। শেষে দিবসটি উপলক্ষে আলোচনা করা হয়। আলমডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুণ পৃথকভাবে দিবসটি উপলক্ষে কর্মসূচি পালন করেন।
দর্শনা অফিস জানিয়েছে, দর্শনায় যথাযথ মর্যাদার সাথে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টার দিকে দর্শনা সরকারি কলেজ চত্বরে অনুষ্ঠিত আলোচনাসভার সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শহিদুল ইসলাম, উপাধ্যক্ষ আজিজুর রহমান, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান, দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, রেজাউল করিম সবুর, রুস্তম আলী, হুমায়ুন কবির, দর্শনা কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু, ছাত্রলীগ নেতা প্রভাত প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক আশরাফুল আলম। আলোচনা শেষে দর্শনা সরকারি কলেজের বুদ্ধিজীবী স্তম্ভে পুস্পমাল্য অর্পণ করা হয়েছে।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে  বিকেলে ইসলামী ব্যাংক সংলগ্ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দিবসটি উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনাসভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, আওয়ামী লীগ নেতা সাবেক পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাকির হোসেন, কেডিকে ইউনিয়নের আবুল বাশার টুটুল, উপজেলা যুবলীগ নেতা শামীম ফেরদৌস, কাজী সামসুর রহমান চঞ্চল, অ্যাড. আকিমুল ইসলাম, ছাত্রলীগ নেতা চঞ্চল কুমার, আল মামুন রনি, রিংকু, নাজমুল, মানিক, ইনামুল প্রমুখ।
মেহেরপুর অফিস জানিয়েছে, নানা কর্মসূচির মধ্যদিয়ে মেহেরপুরে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে গতকাল বুধবার সকাল ১০টার দিকে শহরের কলেজমোড়ে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার আলতাফ হোসেন ও কেএম আতাউল হাকিম লাল মিয়া। পরে শহীদ ড. সামসুজ্জোহা পার্কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন পৌরসভার পক্ষ থেকে মেয়র মোতাছিম বিল্লাহ মতু। পর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক পরিমল সিংহ। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। বক্তব্য রাখেন পুলিশ সুপার আনিছুর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসানুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর, পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহামেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম, উপদেষ্টা আলহাজ্ব আশকার আলী প্রমুখ। জেলার সরকারী কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ সভায় অংশ নেয়।
অপরদিকে শহীদ বুদ্ধিজীবী দিবসে গতকাল বেলা ১১টায় জেলা বিএনপির উদ্যোগে জেলা বিএনপির কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশ ও শহরে শোক র‌্যালি অনুষ্ঠিত হয়। শোক র‌্যালীর নেতৃত্ব দেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মাসুদ অরুন। শোকর‌্যালীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সভাপতি আমজাদ হোসেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুর রহমান, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সহসভাপতি আবু সুফিয়ান হাবু, মুজিবনগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বদরউদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, জেলা তাঁতিদলের সভাপতি আরজুল্লাহ মাস্টার বাবলু, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুর রহিম, সদর উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক সাহাবুদ্দিন মোল্লা, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ, জেলা যুবদল নেতা জাহিদুল হক জাহিদ, জেলা ছাত্রদল নেতা আহমেদ রাজিব খান প্রমুখ। শহরের কলেজ মোড়স্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুস্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলির মধ্যদিয়ে শোকর‌্যালির সমাপ্ত ঘটে। এছাড়াও মোমবাতি প্রজ্জ্বলনের মাধমে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করলো মেহেরপুর জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। গতকাল বুধবার সন্ধ্যায় শহীদ ড. সামসুজ্জোহা পার্কে অবস্থিত শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলনের উদ্বোধন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহাম্মেদ, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ  আসকার আলী, যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্রাচার্য, জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনাম, জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক মফিজুর রহমান, সাহিত্য পরিষদের সভাপতি নুরুল আহাম্মেদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি একে আজাদ সাগর, উদীচীর জেলা সভাপতি ফৌজিয়া আফরোজ তুলি, অরণী থিয়েটারের সভাপতি নিশান সাবের, মৃত্তিকা গ্রুপ থিয়েটারের সভাপতি মানিক হোসেন ও সাধারণ সম্পাদক আশহাদুর রহমান অনু, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুদরত-ই খুদা রুবেলসহ জেলার বিভিন্ন সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, মোমবাতি প্রজ্ঝলন ও আলোচনাসভার মধ্যদিয়ে মেহেরপুর গাংনীতে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলমের উদ্যোগে এ দিবস পালন করা হয়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কাথুলী মোড় থেকে প্রজ্ঝলিত মোমবাতি নিয়ে একটি র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে শহীদ মিনারে  মোমবাজি স্থাপনের মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবিসহ স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের বিন¤্র শ্রদ্ধায় স্মরণ করা হয়। পরে উপজেলা মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। একেএম শফিকুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামান। প্রধান আলোচক ছিলেন মুক্তিযুদ্ধের গবেষক রফিকুর রশিদ রিজভী। বক্তব্য রাখেন বিশিষ্ট সংগঠক সিরাজুল ইসলাম, সহকারী অধ্যাপক মুরাদ হোসেন। উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন ধুমকেতু, জেলা শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ জাকির হোসেন, গাংনী প্রেস ক্লাব সভাপতি রমজান আলী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাবু ও সমাজকর্মী ফিরোজুল ইসলাম। দ্বিতীয়পর্বে দেশত্মাবোধক কবিতা আবৃত্তি করা হয়।