দর্শনা যুবলীগ নেতা নফর ও যুবদলনেতা নাহারুল গ্রেফতার

 

দর্শনা অফিস/দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা থানা পুলিশ ঝটিকা অভিযান চালিয়েছে দর্শনায়। এ অভিযানে পুলিশ যুবলীগ নেতা জয়নাল আবেদীন নফর ও যুবদলনেতা নাহারুল ইসলাম মাস্টারকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হতে পারে। গত পরশু মঙ্গলবার রাত সাড়ে ১০দিকে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আবু জিহাদের নেতৃত্বে ইন্সপেক্টর (তদন্ত) আ. খালেক, এসআই আমজাদ হোসেন এবং এএসআই শহিদুল ইসলাম শহীদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান দর্শনা পৌর শহরের দক্ষিণচাঁদপুর ও পরাণপুরে। পুলিশ দক্ষিণচাঁদপুরের পুটে মল্লিকের ছেলে সাবেক পৌর কমিশনার যুবলীগ নেতা জয়নাল আবেদীন নফর ও পরাণপুরের শামসুদ্দিন ম-লের ছেলে দর্শনা পৌর যুবদলের সাধারণ সম্পাদক নাহারুল ইসলাম মাস্টারকে গ্রেফতার করেছে। পুলিশ বলেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকা-ের অভিযোগ রয়েছে। এছাড়া সম্প্রতি দামুড়হুদার দেশ বিক্সের মালিক ফজলুর রহমান ও মুক্তারপুরের নিউ বোস বিক্সের মালিক জগবন্ধু বোসের দায়েরকৃত চাঁদাবাজি মামলার আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গতকাল বুধবার গ্রেফতারকৃতদের বিস্ফোরণ ও চাঁদাবাজি মামলায় সোপর্দ করা হয়েছে চুয়াডাঙ্গা আদালতে। দামুড়হুদা থানার ইন্সপেক্টর (তদন্ত) আ. খালেক বলেছেন, গ্রেফতারকৃতদের আরো ৩টি মামলায়  শ্যোন অ্যারেস্ট দেখানো হবে। সেই সাথে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করবেন মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর (তদন্ত) আ. খালেক ও এসআই আমজাদ হোসেন। এ দিকে নফর ও নাহারুলের পরিবারের পক্ষ থেকে পুলিশের অভিযোগ অস্বীকার করা হয়েছে।