জীবননগর যাদবপুরে জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ১৫ জন আহত

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার যাদবপুর গ্রামে আদালতে বিচারাধীন ৫২ বিঘা জমির বিরোধকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের ঘর ও স্কুল ভাঙচুরসহ ১৫ জনকে আহত করা হয়েছে। গতকাল বুধবার সকালে সীমান্ত ইউনিয়নের যাদবপুর গ্রামে মাঝেরপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জীবননগর হাসপাতালসহ যশো জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষই মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীসূত্রে জানা গেছে, জীবননগর উপজেলার যাদবপুর গ্রামের ৫২ বিঘা জমি নিয়ে হায়দার গ্রুপ ও একই এলাকার জাফর গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। উভয় পক্ষ বিরোধপূর্ণ জমি নিজেদের দাবি করে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করে। এখনো পর্যন্ত বিজ্ঞ আদালতে বিরোধ পূর্ণ জমি মামলা চলমান রয়েছে। এই বিরোধের জের ধরে গতকাল বুধবার সকাল ৭টার দিকে যাদবপুর মাঝপাড়া গ্রামে এক পক্ষ অপর পক্ষের সাথে বাগবিত-ার এক পর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে উভয় পক্ষই দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের ওপর হামলা চালায়। এ সময় হায়দার গ্রুপের যাদবপুর গ্রামের মৃত এলাহী বক্স ম-লের ছেলে বিল¬াল হোসেন, রেজাউল হকের ছেলে আশাদুল ও আক্তারুজ্জামান, আব্দুস সাত্তারের স্ত্রী কাজলী, রেজাউল বক্সের ছেলে সবুজ এবং জাফর গ্রুপের একই গ্রামের জমির বিশ্বাসের ছেলে মহিনুর, আশরাফ আলীর মেয়ে তামান্না, আশরাফ আলীর স্ত্রী মর্জিনা খাতুন, কাউসার আলীর স্ত্রী হাজেরা খাতুন, মৃত রসুল বক্সের ছেলে ফজলুর রহমান, আনছার আলীর ছেলে সাইদুর রহমান, ও সামাউল হোসেন, সাইদুর রহমানের ছেলে হাসান, মৃত খোদা বক্সের ছেলে আশরাফ এবং জাহিদুল ইসলামের স্ত্রী আসমাতারা রক্তাক্ত জখম হয়। এলাকাবাসী তাদের উদ্ধার করে জীবননগর হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে হাজেরা খাতুন ও ফজলুর রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। এ ঘটনার পর যাদবপুর গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে।