এবার জাতীয়করণের তালিকায় আলমডাঙ্গা ডিগ্রী কলেজ

জাতীয়করণের তালিকাভূক্ত হওয়ায় তীব্র শীতেও আলমডাঙ্গায় বইছে আনন্দ-খুশির হিল্লোল

আলমডাঙ্গা ব্যুরোঃ এবার জাতীয়করণের তালিকায় আলমডাঙ্গা ডিগ্রী কলেজের নাম। আনন্দে উদ্বেল ডিগ্রী কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থিসহ পুরো আলমডাঙ্গাবাসি।
জানা গেছে, আরও ৮টি সহ মোট ৯টি প্রতিষ্ঠানের নাম যুক্ত হয়েছে জাতীয়করণের তালিকায়। প্রধানমন্ত্রির সম্মতিপ্রাপ্ত কলেজের তালিকা শিক্ষামন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সদ্য যুক্ত হওয়া কলেজগুলোর নিয়োগ ও স্থাবর-অস্থাবর সম্পত্তি হস্তান্তরে নিষেধাজ্ঞা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। আলমডাঙ্গা ডিগ্রী কলেজ ছাড়াও এ তালিকায় অন্যান্য কলেজগুলো হল চট্টগ্রামের রাউজান কলেজ, কুমিল্লার মেহনাজ হোসেন মীম আদর্শ কলেজ, চাঁদপুরের করফুল্লনেছা মহিলা কলেজ, সিলেটের গোয়াল বাজার আর্দশ মহিলা ডিগ্রী কলেজ, নওগাঁর মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ, পাবনার মোহাম্মদ ইয়াছিন ডিগ্রী কলেজ, দিনাজপুরের পাকেরহাট ডিগ্রী কলেজ ও সাতক্ষীরার আশাসুনি ডিগ্রী কলেজ।
গতকাল জাতীয়করণের তালিকায় আলমডাঙ্গা ডিগ্রী কলেজের নাম তালিকাভূক্ত হওয়ার সংবাদে আলমডাঙ্গায় যারপরনাই খুশি-আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ে। সংবাদটি শহরের সর্বত্র আলোচনার খোরাকে পরিণত হয়। কলেজের শিক্ষকদের মিস্টিমুখের আবেদনে সাড়া দিতে দেখা যায়। কলেজের শিক্ষার্থিদের আনন্দ প্রকাশ করতে দেখা গেছে। দেশে-বিদেশের বিভিন্ন জায়গায় অবস্থানরত আলমডাঙ্গা ডিগ্রী কলেজের প্রাক্তণ ছাত্র-ছাত্রীদের ফেসবুকের মাধ্যমে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে। প্রবাসিদের অনেকেই ফোনে যোগাযোগ করে স্বজনদের নিকট থেকে এ সংক্রান্ত সংবাদ জেনে নিয়েছেন। জেলার অন্যতম এ প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানটি জাতীয়করণের তালিকাভূক্ত হওয়ায় গতকাল তীব্র শীতের মাঝেও আলমডাঙ্গায় এখন বইছে আনন্দ-খুশির হিল্লোলিত হাওয়া।
এদিকে কলেজটি সরকারি করণের ব্যাপারে হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন উল্লেখ্যযোগ্য ভুমিকা রাখেন।  গতকাল রাতেই কলেজের শিক্ষকরা জাতীয়করণের সংবাদ পেয়েই ছুটে হুইপের বাসভবনে। তাকে ফুলেল শুভেচ্ছা জানান। প্রকাশ করেন আন্তরিক কৃজ্ঞতা।