মেহেরপুর অফিসঃ মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার মেহেরপুর জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক পরিমল সিং প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা রোকনুজ্জামান। জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ প্রার্থী, সাধারণ সদস্য পদের ৪৭ প্রার্থী ও সংরক্ষিত মহিলা ১৩ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। জেলা পরিষদের চেয়ারম্যান পদে সাবেক প্রশাসক আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাড. মিয়াজান আলী কাপ-পিরিচ, স্বতন্ত্র প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. গোলাম রসুল আনারস, স্বতন্ত্র প্রার্থী গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইদুজ্জামান খোকন তালগাছ ও স্বতন্ত্র প্রার্থী মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস চশমা প্রতীক পেয়েছেন।
সাধারণ সদস্য পদে ১ নং ওয়ার্ডের (বাগোয়ান ইউনিয়ন) প্রার্থী আব্দুর রাজ্জাক টিউবওয়েল ও শাহীন উদ্দিন তালা প্রতীক, ২ নং ওয়ার্ডের (দারিয়াপুর ও মোনাখালী ইউনিয়ন) রফিকুল ইসলাম গাইন তালা ও আজিমুল বারি টিউবওয়েল প্রতীক, ৩ নং ওয়ার্ডের (মহাজনপুর ও আমদহ ইউনিয়ন) আলমাস হোসেন (তালা) প্রতীক (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন), ৪ নং ওয়ার্ডের (মেহেরপুর পৌরসভা) নাহিদ হাসান খান অটোরিকশা, হাসানুল হক তালা, মফিজুর রহমান হাতি ও মিজানুজ্জামান টিউবওয়েল প্রতীক, ৫ নং ওয়ার্ডের (কুতুবপুর ইউনিয়ন) ইমতিয়াজ হোসেন টিউবওয়েল, জালালউদ্দিন মল্লিক তালা ও ইদ্রিস আলী অটোরিকশা প্রতীক, ৬নং ওয়ার্ডের (বুড়িপোতা ইউনিয়ন) আব্দুল কুদ্দুস তালা, আমিরুল ইসলাম টিউবওয়েল, আব্দুল হাশেম অটোরিকশা ও রেজাউল করিম বৈদ্যুতিক পাখা প্রতীক, ৭নং ওয়ার্ডের (পিরোজপুর ইউনিয়ন) আরিফুল ইসলাম তালা, রফিকুল ইসলাম টিউবওয়েল ও বশির আহমেদ বৈদ্যুতিক পাখা প্রতীক, ৮ নং ওয়ার্ডের (আমঝুপি) আবুল হাশেম অটোরিকশা, আব্দুস সামাদ তালা, রুহুল আমিন টিউবওয়েল ও খাজা মঈনুদ্দীন হাতি, ৯নং ওয়ার্ডের (ধানখোলা) আব্দুর রাজ্জাক তালা, জাহিদুল ইসলাম হাতি ও শওকত আলী টিউবওয়েল প্রতীক, ১০নং ওয়ার্ডের (গাংনী পৌরসভা ও রাইপুর ইউনিয়ন) মজিরুল ইসলাম তালা, আনারুল ইসলাম টিউবওয়েল ও মনিরুল ইসলাম হাতি প্রতীক, ১১নং ওয়ার্ডের (কাথুলী ও সাহারবাটি ইউনিয়ন) তৌহিদ মোরশেদ টিউবওয়েল প্রতীক (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন), ১২ নং ওয়ার্ডের (তেঁতুলবাড়িয়া ইউনিয়ন) মোহাম্মদ টিউবওয়েল, নাজমুল হুদা বিশ্বাস তালা ও এস.এম আমিনুল বারি অটোরিক্সা প্রতীক, ১৩ নং ওয়ার্ডের (কাজিপুর ইউনিয়ন) হাফিজুর রহমান টিউবওয়েল, নজরুল ইসলাম তালা, মুনছুর আলী অটোরিক্সা, ও আব্দুল আলীম বৈদ্যুতিক পাখা প্রতীক, ১৪ নং ওয়ার্ডের (বামুন্দী ও ষোলটাকা ইউনিয়ন) আইয়ূব আলী তালা, জাহাঙ্গীর আলম হাতি, বজলুর বশির টিউবওয়েল ও শহিদুল ইসলাম অটোরিকশা প্রতীক এবং ১৫নং ওয়ার্ডের (মটমুড়া ইউনিয়ন) আমিরুল ইসলাম টিউবওয়েল, নিহাজউদ্দিন মালিথা বক, মনিরুজ্জামান অটোরিকশা, হাবিব উল্লাহ বৈদ্যুতিক পাখা, তোফাজ্জেল হক হাতি ও মাসুদ পারভেজ তালা প্রতীক পেয়েছেন।
সংরক্ষিত মহিলা আসনের সদস্য পদে ১নং ওয়ার্ডের (বাগোয়ান, দারিয়াপুর, মোনখালী, মহাজনপুর ও আমদাহ ইউনিয়ন) আফরোজা খাতুন ফুটবল, ফজিলা খাতুন টেবিল ঘড়ি, নার্গিস আরা দোয়াত-কলম ও ছকিদা খাতুন হরিন প্রতীক, ২ নং ওয়ার্ডের (মেহেরপুর পৌরসভা, কুতুবপুর ও বুড়িপোতা ইউনিয়ন) রেহেনা খাতুন ফুটবল, সুফিয়া আক্তার জামিলা হরিন ও সামিউন বাশিরা পলি টেবিল ঘড়ি প্রতীক, ৩নং ওয়ার্ডের (পিরোজপুর, আমঝুপি ও ধানখোলা ইউনিয়ন) শামীম আরা বিশ্বাস ফুটবল ও সাহেরা খাতুন হরিন প্রতীক, ৪নং ওয়ার্ডের (গাংনী পৌরসভা, রাইপুর, কাথুলী সাহারবাটি ও তেঁতুলবাড়িয়া ইউনিয়ন) শাহানা ইসলাম হরিন ও ফারহানা ইয়াসমিন ফুটবল প্রতীক এবং ৫নং ওয়ার্ডের (কাজিপুর, বামুন্দী, ষোলটাকা ও মটমুড়া ইউনিয়ন) রাজিয়া খাতুন হরিন ও গুলশান ফুটবল প্রতীক পেয়েছেন।