মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে ৬৪ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন

মেহেরপুর অফিসঃ মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার মেহেরপুর জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক পরিমল সিং প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা রোকনুজ্জামান। জেলা পরিষদ নির্বাচনে  চেয়ারম্যান পদে ৪ প্রার্থী, সাধারণ সদস্য পদের ৪৭ প্রার্থী ও সংরক্ষিত মহিলা ১৩ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। জেলা পরিষদের চেয়ারম্যান পদে সাবেক প্রশাসক আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাড. মিয়াজান আলী কাপ-পিরিচ, স্বতন্ত্র প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. গোলাম রসুল আনারস, স্বতন্ত্র প্রার্থী গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইদুজ্জামান খোকন তালগাছ ও স্বতন্ত্র প্রার্থী মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস চশমা প্রতীক পেয়েছেন।

সাধারণ সদস্য পদে ১ নং ওয়ার্ডের (বাগোয়ান ইউনিয়ন) প্রার্থী আব্দুর রাজ্জাক টিউবওয়েল ও শাহীন উদ্দিন তালা প্রতীক, ২ নং ওয়ার্ডের (দারিয়াপুর ও মোনাখালী ইউনিয়ন) রফিকুল ইসলাম গাইন তালা ও আজিমুল বারি টিউবওয়েল প্রতীক, ৩ নং ওয়ার্ডের (মহাজনপুর ও আমদহ ইউনিয়ন) আলমাস হোসেন (তালা) প্রতীক (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন), ৪ নং ওয়ার্ডের (মেহেরপুর পৌরসভা) নাহিদ হাসান খান অটোরিকশা, হাসানুল হক তালা, মফিজুর রহমান হাতি ও মিজানুজ্জামান টিউবওয়েল প্রতীক, ৫ নং ওয়ার্ডের (কুতুবপুর ইউনিয়ন) ইমতিয়াজ হোসেন টিউবওয়েল, জালালউদ্দিন মল্লিক তালা ও ইদ্রিস আলী অটোরিকশা প্রতীক, ৬নং ওয়ার্ডের (বুড়িপোতা ইউনিয়ন) আব্দুল কুদ্দুস তালা, আমিরুল ইসলাম টিউবওয়েল, আব্দুল হাশেম অটোরিকশা ও রেজাউল করিম বৈদ্যুতিক পাখা প্রতীক, ৭নং ওয়ার্ডের (পিরোজপুর ইউনিয়ন) আরিফুল ইসলাম তালা, রফিকুল ইসলাম টিউবওয়েল ও বশির আহমেদ বৈদ্যুতিক পাখা প্রতীক, ৮ নং ওয়ার্ডের (আমঝুপি) আবুল হাশেম অটোরিকশা, আব্দুস সামাদ তালা, রুহুল আমিন টিউবওয়েল ও খাজা মঈনুদ্দীন হাতি, ৯নং ওয়ার্ডের (ধানখোলা) আব্দুর রাজ্জাক তালা, জাহিদুল ইসলাম হাতি ও শওকত আলী টিউবওয়েল প্রতীক, ১০নং ওয়ার্ডের (গাংনী পৌরসভা ও রাইপুর ইউনিয়ন) মজিরুল ইসলাম তালা, আনারুল ইসলাম টিউবওয়েল ও মনিরুল ইসলাম হাতি প্রতীক, ১১নং ওয়ার্ডের (কাথুলী ও সাহারবাটি ইউনিয়ন) তৌহিদ মোরশেদ টিউবওয়েল প্রতীক (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন), ১২ নং ওয়ার্ডের (তেঁতুলবাড়িয়া ইউনিয়ন) মোহাম্মদ টিউবওয়েল, নাজমুল হুদা বিশ্বাস তালা ও এস.এম আমিনুল বারি অটোরিক্সা প্রতীক, ১৩ নং ওয়ার্ডের (কাজিপুর ইউনিয়ন) হাফিজুর রহমান টিউবওয়েল, নজরুল ইসলাম তালা, মুনছুর আলী অটোরিক্সা, ও আব্দুল আলীম বৈদ্যুতিক পাখা প্রতীক, ১৪ নং ওয়ার্ডের (বামুন্দী ও ষোলটাকা ইউনিয়ন) আইয়ূব আলী তালা, জাহাঙ্গীর আলম হাতি, বজলুর বশির টিউবওয়েল ও শহিদুল ইসলাম অটোরিকশা প্রতীক এবং ১৫নং ওয়ার্ডের (মটমুড়া ইউনিয়ন) আমিরুল ইসলাম টিউবওয়েল, নিহাজউদ্দিন মালিথা বক, মনিরুজ্জামান অটোরিকশা, হাবিব উল্লাহ বৈদ্যুতিক পাখা, তোফাজ্জেল হক হাতি ও মাসুদ পারভেজ তালা প্রতীক পেয়েছেন।

সংরক্ষিত মহিলা আসনের সদস্য পদে ১নং ওয়ার্ডের (বাগোয়ান, দারিয়াপুর, মোনখালী, মহাজনপুর ও আমদাহ ইউনিয়ন) আফরোজা খাতুন ফুটবল, ফজিলা খাতুন টেবিল ঘড়ি, নার্গিস আরা দোয়াত-কলম ও ছকিদা খাতুন হরিন প্রতীক, ২ নং ওয়ার্ডের (মেহেরপুর পৌরসভা, কুতুবপুর ও বুড়িপোতা ইউনিয়ন)  রেহেনা খাতুন ফুটবল, সুফিয়া আক্তার জামিলা হরিন ও সামিউন বাশিরা পলি টেবিল ঘড়ি প্রতীক, ৩নং ওয়ার্ডের (পিরোজপুর, আমঝুপি ও ধানখোলা ইউনিয়ন) শামীম আরা বিশ্বাস ফুটবল ও সাহেরা খাতুন হরিন প্রতীক, ৪নং ওয়ার্ডের (গাংনী পৌরসভা, রাইপুর, কাথুলী সাহারবাটি ও তেঁতুলবাড়িয়া ইউনিয়ন) শাহানা ইসলাম হরিন ও ফারহানা ইয়াসমিন ফুটবল প্রতীক এবং ৫নং ওয়ার্ডের (কাজিপুর, বামুন্দী, ষোলটাকা ও মটমুড়া ইউনিয়ন) রাজিয়া খাতুন হরিন ও গুলশান ফুটবল প্রতীক পেয়েছেন।

Leave a comment