ভুয়া সংবাদ ঠেকাতে পদক্ষেপের আহ্বান হিলারির
মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়া ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারি ক্লিনটন ‘ভুয়া সংবাদ’ যেন না ছড়ায় সে ব্যাপারে আশু পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। বিবিসি বলছে, এই প্রাদুর্ভাব বাস্তব জীবনে নানা ঘটনার জন্ম দিচ্ছে যা যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য হুমকি। তিনি গত একবছর ধরে অসংখ্য ভুয়া প্রতিবেদন, অপপ্রচার এবং বিদ্বেষপ্রসূত সংবাদ যেভাবে ছড়িয়েছে তার বিরুদ্ধে ব্যক্তি খাত ও সরকারি খাতে নিয়োজিত সবাইকে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন। তিনি নিজেও ভুয়া সংবাদের শিকার হয়েছেন। গত বৃহস্পতিবার ক্যাপিটল হিলে আইনপ্রণেতাদের উদ্দেশে দেয়া ভাষণে হিলারি বলেন, এটি এখন পরিষ্কার যে, তথাকথিত ‘ভুয়া সংবাদ’ আমাদের বাস্তব জীবনে নানা ঘটনার জন্ম দিচ্ছে। এটি রাজনীতি কিংবা পক্ষাবলম্বনের বিষয় নয়। জীবনই হুমকির মুখে। সেই সব সাধারণ মানুষের জীবন যারা শুধু তাদের দিন কাটানোর চেষ্টা করছে, তাদের কাজ করার চেষ্টা করছে, সমাজে অবদান রাখার চেষ্টা করছে। বলেন হিলারি। হিলারি আরও বলেন, ব্যক্তি খাত কিংবা সরকারি খাতের নেতৃস্থানীয়দের প্রতি অনুরোধ, আমাদের গণতন্ত্র ও সাধারণ মানুষের জীবন রক্ষায় আপনারা উদ্যোগী হোন। সিনেটের সংখ্যালঘু বিষয়ক নেতা ডেমোক্র্যাটিক পাটির হ্যারি রেইডের বিদায়ী অনুষ্ঠানে হিলারি এসব কথা বলেন।
সৌদি আরবের জাজানে ৩০ হুতি অনুপ্রবেশকারী নিহত
মাথাভাঙ্গা মনিটর: জোজানের হারাত এলাকার কাছে সৌদি সশস্ত্র বাহিনী অতর্কিতে হামলা চালিয়ে অন্তত ৩০ হুতি অনুপ্রবেশকারীকে হত্যা করেছে। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। হুতি মিলিশিয়ারা সীমন্তের একটি চেকপয়েন্ট দিকে অনপ্রবেশের চেষ্টা করছিলো। তাদের সাথে থেরমাল-ইমেজিং ক্যামেরা ও নাইট ভিশন বাইনোকুলার ছিলো। সেনা সূত্রে বলা হয়েছে, রয়েল ল্যান্ড ফোর্সেসের কমান্ডোরা হুতিদের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ স্থাপনা ধ্বংস করতে সক্ষম হয়েছে। এটি ইরানি অস্ত্র মজুদের জন্য ব্যবহৃত হতো। এদিকে, সৌদি কামান ও এ্যাপাচি হেলিকপ্টার সৌদি সীমান্তবর্তী স্থানে নিয়ে যাওয়ার সময় বেশ কিছু যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জামাদি ধ্বংস করেছে। এদিকে বুধবার হাজ্জাহ অঞ্চলের মিদী সীমান্তে সৌদি কামান ও অ্যাপাচি হেলিকপ্টারের হামলা অস্ত্র গুদাম ও জঙ্গিদের বহনে ব্যবহৃত যানবাহন ধ্বংস করা হয়েছে। বেশ কয়েকজন জঙ্গি এ সময় পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ফিল্ড গান, মিসাইল লঞ্চার, অস্ত্র ও গুলি জব্দ করা হয়।
দুই বছরে ৫০ হাজার আইএস যোদ্ধা নিহত
মাথাভাঙ্গা মনিটর: দুই বছর আগে শুরু হওয়া মার্কিন নের্তৃত্বাধীন জোটের হামলায় সিরিয়া ও ইরাকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কমপক্ষে ৫০ হাজার সদস্য নিহত হয়েছে। মার্কিন সেনাবাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ তথ্য দিয়েছেন। তবে তিনি এ সংখ্যাকে খুব কম বলে দাবি করেন। একই সাথে মার্কিন ওই সেনা কর্মকর্তা এও স্বীকার করেন, আইএস এ ক্ষতি দ্রুত কাটিয়ে উঠতে সক্ষম হবে। তিনি জানান, মসুল পুনরুদ্ধারে ইরাকি সরকারি বাহিনী হামলা জোরদার করেছে। তাদের সাথে মার্কিন জোটও আইএস দমনে বিমান হামলা জোরদার করেছে। গত আগস্টে মার্কিন জোটের লে. জেনারেল সিন ম্যাকফারল্যান্ড বলেছিলেন, যুদ্ধে ৪৫ হাজার আইএস জঙ্গি প্রাণ হারিয়েছে। আইএসবিরোধী অভিযানে ২০১৪ সাল থেকে মার্কিন জোট ও রাশিয়ার সাথে যুক্ত হয়েছে তুরস্ক, ইরাকি সরকারি ও কুর্দি বাহিনী। এরপর থেকেই তারা মূলত পিছু হটতে শুরুকরেছে।
আইএস জঙ্গি মুম্বাইয়ের যুবক : পুলিশে অভিযোগ বড়ভাইয়ের
মাথাভাঙ্গা মনিটর: ভাই জঙ্গি সংগঠন আইএস-এ যোগ দিয়েছে, এমনটা সন্দেহ হওয়ায় ভারতের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড বা এটিএস-এ অভিযোগ দায়ের করেছেন মুম্বাইয়ের এক যুবক। এই তথ্য জানিয়েছেন মুম্বাই এটিএস-এর প্রধান অতুল কুলকার্নি। বিজনেস স্ট্যান্ডার্ডের এক খবরে প্রকাশ, ভারতের মহারাষ্ট্রের তাবরেজ নুর নামের এক যুবকের বড় ভাই সম্প্রতি মুম্বাই এটিএস-এর কাছে গিয়ে ভাইয়ের বিরুদ্ধে তার আইএস-এ যোগ দেয়ার অভিযোগ করেন। ওই বড় ভাইয়ের দাবি, তাবরেজ প্রথমে মিশরে গিয়েছিলো। সেখান থেকে সে লিবিয়ায় যায়। আর ওইখানে সে আইএস-এ যোগ দেয়। তার সঙ্গে রয়েছে তার বন্ধু আলি। কর্মসূত্রে আলির সঙ্গে তাবরেজের পরিচয় হয় রিয়াদে। এই আলি আসলে সৌদির বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তাবরেজের নামে ইউএপিএ ধারার অভিযোগ আনা হয়েছে। এই ঘটনায় অবাক পুলিশও। তাবরেজকে নিয়ে মহারাষ্ট্র থেকে মোট ১১ জন যুবক আইএস-এ যোগ দিলো। এর আগে ২০১৪ সালের মে মাসে মহারাষ্ট্রের কল্যাণের আরিব মাজিদ, ফাহাদ সেখ, আমান টান্ডেল ও সাহিম টাঙ্গি ইরাকে চলে যায়। তারা আর ভারতে ফেরেনি। এদের মধ্যে আরিব দেশে ফিরেছে। সে এখন জেলে। টাঙ্গি ও টান্ডেল আইএস-এর হয়ে লড়াই করতে গিয়ে মারা গেছে। গত মাসে সংসদে ভারত সরকার জানায়, আইএসের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে গোটা দেশে মোট ৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ১১ জনই মহারাষ্ট্রের বাসিন্দা।