হ্যান্ডকাপ-মলমসহ ভুয়া ডিবি গ্রেফতার
স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে বন্দুক, হ্যান্ডকাপ ও মলমসহ দুই ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে কোতোয়ালী থানার রহমতগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- নন্দন দাশ ওরফে বাবুল (৪৮) ও আরিফ মাঈনুদ্দিন (৩৮)। গতকাল শুক্রবার দুপুরে ডিবির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির উপপুলিশ কমিশনার (উত্তর-দক্ষিণ) পরিতোষ ঘোষ। তিনি বলেন, কয়েকজন সন্ত্রাসী অস্ত্রসহ ডিবি পরিচয়ে কোতোয়ালী থানার রহমতগঞ্জ এলাকায় ডাকাতি, ছিনতাই ও অপহরণের প্রস্তুতি নিচ্ছিলো। একপর্যায়ে ওই এলাকার কুসুমকুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে একটি শাদা রঙের মাইক্রোবাস থেকে নেমে পাঁচ-ছয়জন সন্ত্রাসী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন দুজনকে ধরে ফেলে আমাদের টিম। পরিতোষ জানান, পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে আটক বাবুলের দেহ তল্লাশি চালিয়ে দেশীয় কাটা বন্দুক, এক জোড়া হ্যান্ডক্যাপ, চার রাউন্ড কার্তুজ ও একটি ব্যাটন আর আরিফের দেহ তল্লাশি চালিয়ে একটি নাইন এমএম সদৃশ্য খেলনা পিস্তল, একটি গামছা, একটি বাঁশি, একটি মলম ও একটি ব্যাটন উদ্ধার করা হয়। উপপুলিশ কমিশনার (বন্দর-পশ্চিম) মরুফ হোসেন বলেন, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার কাজল কান্ত চৌধুরী ও নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (পশ্চিম) উত্তম চক্রবর্তীসহ ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ঢাকা থেকে আরেক কিশোর নিখোঁজ
স্টাফ রিপোর্টার: ঢাকা থেকে আরও এক কিশোরের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। সাঈদ আনোয়ার নামের ১৮ বছরের ওই কিশোর ৬ ডিসেম্বর থেকে নিখোঁজ। এ নিয়ে গত এক সপ্তাহে অন্তত ১১ জন নিখোঁজের খবর পাওয়া গেলো। অবশ্য বরিশালের আগৈলঝাড়া থেকে নিখোঁজ এক কিশোরকে শুক্রবার ঢাকায় পাওয়া গেছে। আগের মতো আবারও তরুণদের নিখোঁজ হওয়ার ঘটনা সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করেছে। নিখোঁজ সাঈদ স্যার জন উইলসন ও চট্টগ্রাম গ্রামার স্কুলের সাবেক ছাত্র। বর্তমানে সে ঢাকায় একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ে। সাঈদের বাবা আনোয়ার শাদাত খান জানান, গত ৬ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর কলাবাগান লেকসার্কাস রোডে কেওকিশান কারাতে স্কুলে যাওয়ার কথা বলে সাঈদ বাইসাইকেল যোগে বনানীর বাসা থেকে বের হয়। সর্বশেষ ওইদিন রাত সাড়ে ৮টার দিকে সাঈদের সাথে তার মায়ের মোবাইলে কথা হয়। এরপর থেকে সাঈদের মোবাইল ফোনটি বন্ধ। সম্ভাব্য সকল স্থানে যোগাযোগ করেও তার খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে বনানী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান সাঈদের বাবা।
সাঁথিয়ায় মাটি চাপা পড়ে ২ শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার: পাবনার সাঁথিয়ার রঘুরামপুরে গতকাল শুক্রবার দুপুরে মাটি চাপা পড়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। জানা যায়, উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের রঘুরামপুর মাঠে কোরবান মৃধার ছেলে শরীফুল মৃধার খনন করা পুকুরে শুক্রবার দুপুরে লিয়ন (৮) জাহিদ (৬) ও মারুফ (১০) খেলা করতে যায়। খেলা করার সময় খননকৃত পুকুরের পার ধসে তাদের ওপর পরে। এ সময় শিবরামবাড়িয়া গ্রামের মাজেদের ছেলে মারুফ বেঁচে গেলেও অপর দুই শিশু শিবরামবাড়িয়া গ্রামের সন্তসের ছেলে ব্রাক স্কুলের শিশু শ্রেণির ছাত্র জাহিদ (৬) ও বগুড়ার ইলিয়াসের ছেলে প্রথম শ্রেণির ছাত্র লিয়ন (৮) ঘটনাস্থলে মাটিচাপায় নিহত হয়। লিয়ন উপজেলার রঘুরামপুর গ্রামে নানা সদর আলীর বাড়িতে থেকে লেখাপড়া করত।
বেড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা গনজের আলী বলেন, খবর পেয়ে গর্ত খনন করে লাশ উদ্ধার করেছি।
চট্টগ্রামে নতুন ঠিকানায় আফ্রিকার বাঘ-বাঘিনী
স্টাফ রিপোর্টার: দক্ষিণ আফ্রিকা থেকে সংগ্রহ করা এক জোড়া বেঙ্গল টাইগার চট্টগ্রাম চিড়িয়াখানায় এসে পৌঁছেছে। চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর মঞ্জুর মোর্শেদ জানিয়েছেন, বাঘটির বয়স ১১ মাস; আর বাঘিনীর ৯। গতকাল শুক্রবার সকালে এই নতুন দুটি প্রাণী বন্দরনগরীতে পৌঁছায়। এর মধ্য দিয়ে চার বছর পর চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের ‘অভাব’ পূরণ হল বলে মন্তব্য করেন তিনি। সকালে চট্টগ্রামে আনার পর বাঘ-বাঘিনীকে ছোট একটি খাঁচায় রাখা হয়। দুপুরে চিড়িয়াখানা পরিচালনা পর্ষদের সভাপতি ও চট্টগ্রামে জেলা প্রশাসক শামসুল আরেফীন সেগুলোকে বড় খাঁচায় তোলেন। তাদের কাছ থেকে নিয়ে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে। জেলা প্রশাসক জানান, বেঙ্গল টাইগার প্রজাতির বাঘ ও বাঘিনী চিড়িয়াখানার পরিবেশের সাথে মানিয়ে নেয়ার পর সিংহ-সিংহীর মত তাদেরও বিয়ের আয়োজন করা হবে।
চিড়িয়াখানার পশু-পাখির সাথে বাঘ যুক্ত হওয়ায় দর্শক সমাগম আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। ২০১২ সালের ৩০ অক্টোবর সর্বশেষ বাঘ পূর্ণিমা ক্যান্সারে মারা গেলে ‘শ্রীহীন’ হয়ে পড়ে চট্টগ্রাম চিড়িয়াখানা। তার আগে ২০০৭ সালের ১১ জুলাই ১০ বছর বয়সী ‘চন্দ্র’ ও ২০০৬ সালের ৩ নভেম্বর ২৩ বছর বয়সী ‘ভীম’ মারা যায়।