চুয়াডাঙ্গা পৌরসভার ইপিআই সুপারভাইজার আফরোজা পারভীনকে চাকরিচ্যুত করায় প্রতিবাদ

 

চুয়াডাঙ্গা পৌরসভার ইপিআই সুপারভাইজার আফরোজা পারভীনকে চাকরিচ্যুত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চুয়াডাঙ্গা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের আহ্বায়ক শাহাবুদ্দিন রুবেল। প্রতিবাদলিপিতে তিনি বলেছেন, আফরোজা পারভীন একজন মুক্তিযোদ্ধার সন্তান। গত ১২ জুলাই ২০১৬ তিনি পৌর সচিবের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। যার প্রাথমিক সত্যতা বিদ্যমান। পৌর মেয়র নিজ স্বার্থ হাসিল করার জন্য এবং পৌর সচিবকে বাঁচিয়ে ঘটনা ধামাচাপা দেয়ার জন্য আফরোজা পারভীনকে বরখাস্ত করেছেন। তিনি আদালতে মামলা চলাকালীন পৌর পরিষদকে পাশ কাটিয়ে আফরোজাকে চাকরিচ্যুত করেছেন।

এ বিষয়ে অপর প্রতিবাদলিপিতে আফরোজা পারভীন বলেছেন, আমাকে চাকরিচ্যুত করায় চুয়াডাঙ্গা শহরজুড়ে নিন্দার ঝড় উঠেছে। অভিযুক্ত সচিবকে বাঁচানোর জন্য সত্য ঘটনা ধামাচাপা দেয়া হচ্ছে। তিনি বলেন, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হওয়া সত্ত্বেও আমার ওপর যে নির্যাতন ও অবিচার হয়েছে তা ভাষায় প্রকাশ করা ক্ষমতা আমার নেই। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তাছাড়া আদালতে মামলা চালাকালীন আদালতকে অবজ্ঞা করে মনগড়া কমিটি করে পৌর পরিষদকে পাশ কাটিয়ে আমাকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করেছেন পৌর মেয়র। আফরোজার দাবি, পৌর কাউন্সিলরদের সাথে আলোচনা না করেই পৌর মেয়র একক সিদ্ধান্তই বহাল রাখেন।

Leave a comment