মাথাভাঙ্গা মনিটর: টেল এন্ডারদের নিয়ে লড়াই করে প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ৪০০ রানের সংগ্রহ এনে দিয়েছেন জস বাটলার। শুরুতেই লোকেশ রাহুলকে হারানো ভারতকে কক্ষপথে রেখেছেন মুরালি বিজয় ও চেতেশ্বর পুজারা। বিজয়-পুজারার দৃঢ়তায় দ্বিতীয় দিনের তৃতীয় সেশন নিরাপদে কাটিয়ে দেয়া ভারতের সংগ্রহ ১ উইকেটে ১৪৬ রান। উদ্বোধনী ব্যাটসম্যান বিজয় ৭০ ও পুজারা ৪৭ রানে ব্যাট করছেন। অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেটে এ দু জনে গড়েছেন ১০৭ রানের জুটি।
ইংল্যান্ডকে গুটিয়ে দেয়ার পর দ্বিতীয় সেশনে ব্যাট করতে নেমে ত্রয়োদশ ওভারে রাহুলকে হারায় ভারত। মইন আলি বলে স্পিনের বিপক্ষে শট খেলতে গিয়ে বোল্ড হন এই উদ্বোধনী ব্যাটসম্যান। বিজয়-পুজারার দৃঢ়তায় দিনের বাকি সময় আর কোনো সাফল্য পায়নি অতিথিরা। ১২৬ বলে অর্ধশতকে পৌঁছুনো বিজয়ের ১৬৯ বলের ইনিংসটি গড়া ৬টি চার ও ২টি ছক্কায়। এর আগে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গতকাল শুক্রবার ৫ উইকেটে ২৮৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। শুরুতেই বেন স্টোকসকে ফিরিয়ে দেন রবিচন্দ্রন অশ্বিন। সিরিজে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট পান এই অফ স্পিনার। শুরুতে স্পিনের বিপক্ষে নড়বড়ে বাটলার সময়ের সঙ্গে নিজেকে ফিরে পান। টেলএন্ডারদের সঙ্গে গড়েন প্রতিরোধ। দুই অলরাউন্ডার ক্রিস ওকস ও আদিল রশিদকে ফিরিয়ে দেন রবিন্দ্র জাদেজা। নবম উইকেটে জেইক বলের সঙ্গে ৫৪ রানের জুটিতে দলকে চারশ রানের কাছাকাছি নিয়ে যান বাটলার। চারটি চারে ৩১ রান করা বলকে ফিরিয়ে নিজের ষষ্ঠ উইকেট নেন অশ্বিন।