আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস : চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে কর্মসূচি পালন

সন্তানকে পরিবার থেকেই দুর্নীতি বিরোধী মানসিকতা গড়তে সকলকে আন্তরিক হতে হবে
মাথাভাঙ্গা ডেস্ক: ‘আসুন, দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি  র‌্যালি ও আলোচনারসভার আয়োজন করে
গতকাল শুত্রবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা প্রশাসক সায়মা ইউনুসের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে শেষ হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভার আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেব প্রসাদ পাল ও চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এসএম ই¯্রাফিল। স্বাগত বক্তব্য দেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক  ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা। সততা কমিটির সদস্য ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শেণির ছাত্রী সাবিনা ইয়াসমিন বক্তব্য দেন। অনুষ্ঠানটি ্উপস্থাপনা করেন নুঝাত পারভীন। প্রধান অতিথি বলেন, পরিবার থেকেই সন্তানের দুর্নীতি বিরোধী মনোভাবি তৈরি করার দায়িত্ব সকলের। মর্যাদার সাথে বেঁচে থাকতে হলে সততার পরিচয় দিতে হবে।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দিবসটি উপলক্ষে সকাল ১০টার দিকে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের সামনে মানববন্ধন রচিত হয়। মানববন্ধন শেষে কলেজের সভাকক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি দর্শনা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুল গফুরের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কামাল উদ্দীন, হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, যুগ্মসম্পাদক ইমতিয়াজ হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি আব্দুল মান্নাফ, সদস্য আব্দুল জব্বার, আশরাফুল হক উলুম, শিক্ষক আব্দুর রাজ্জাক, শরীফ উদ্দীন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের প্রিন্সিপাল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কামাল উদ্দীন। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক মিল্টন কুমার সাহা। সার্বিক সহযোগিতায় ছিলেন সেলিম উদ্দীন।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা মহিলা বিষয়ক অধিদফতর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে মেহেরপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস। দিবসটি পালন উপলক্ষে সকাল ৯টায় জেলা প্রশাসন চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটির নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ। র‌্যালিতে অন্যান্যের মধ্যে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা একেএম শফিউল আযম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম, এনজিও ফোরামের সভাপতি আলহাজ মোশারফ হোসেন, সিপিডির কো-অডিনেটর জন পি বিশ্বাস, নারী নেত্রী বেগম বদরুন নাহারসহ বিভিন্ন নারী উন্নয়ন সংস্থা, এনজিও প্রতিনিধি, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে জেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনাসভা শেষে নারী উন্নয়নে বিশেষ অবদান রাখায় জেলা পর্যায়ে ফারহানা মমতাজ, খুরশিদা খাতুন, মর্জিনা খাতুন, আর্জিনা খাতুন ও লাল বানু এবং সদর উপজেলা পর্যায়ে আলফাতন নেছা, ফাইমা খাতুন, মর্জিনা খাতুন, রশিদা খাতুন ও লাল বানুকে জয়ীতা পুরস্কার প্রদান করা হয়।
এছাড়া মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধনের নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ কমিটির সদস্য ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেয়।
কুষ্টিয়া প্রতিনিধি জানিয়েছেন, দিবসটি উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রাশাসনের আয়োজনে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক,শিক্ষা ও আইসিটি) মুজিব-উল-ফেরদৌস, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রেজানুর রহমান খান মুকুল, দুর্নীতি দমন কমিশন জেলা শাখার উপপরিচালক আব্দুল গাফফার, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুদ্দোজা, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আফরোজা আক্তারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, সকালে ঝিনাইদহের মহেশপুরে দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে মহেশপুর থানার সামনের সড়কে মানববন্ধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে থানা সড়কে উপজেলা প্রসাশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, প্রতিরোধ কমিটির সদস্য ও শিক্ষকসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। এরপর মহেশপুর মাধ্যমিক বিদ্যালয় চত্ব¡রে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আবুল হোসেন লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুল খালেক, মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম প্রমুখ।