অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন পাউয়ারটিলার চালক

 

ডিঙ্গেদহ প্রতিনিধি: খড়ি বহনকারী পাউয়ারটিলারের সাথে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ। অল্পের জন্য প্রাণরক্ষা পেলো পাউয়ারটিলার চালক। গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা ঝিনাইদহ মহাসড়কের বেগনগরের ফিসারি অফিসের সামনে এ দুর্ঘটনাটি ঘঠেছে। এ ব্যাপারে প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়াডাঙ্গা দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইটভাটার খড়ি বহনকারী একটি পাউয়ারটিলার সরোজগঞ্জ বাজার থেকে খড়ি বোঝাই করে কার্পাসডাঙ্গায় মান্নান মিয়ার ইটভাটায় নিয়ে যাওয়ার সময় চুয়াডাঙ্গা ঝিনাইদহ সড়কের বেগনগর ফিসারি অফিসের সামনে পৌঁছুলে পাউয়ারটিলারের সামনের চাকার একসেল ভেঙে ডান দিকে আছড়ে পড়ে। অপরদিকে একই সময় চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহগামী (ঢাকা-মেট্রো-জ-১১০৫৬৩) একটি যাত্রীবাহী বাস পাউয়ারটিলারের সাথে ধাক্কা মারলে বাসের সামনে গ্লাস ভেঙে যায় ও সামনের কভারের আংশিক দুমড়েমুচড়ে যায় এবং পাউয়ারটিলারের ট্রলিসহ ইঞ্জিনটি ভেঙে চুরমার হয়ে যায়। এ সময় পাউয়ারটিলারের চালক দুরে ছিটকে পড়ে সামান্য আহত হয়ে প্রাণে রক্ষা যায়।