কালীগঞ্জে উপকূল এক্সপ্রেস ট্রেনে আগুন : আহত ২৬
স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার আড়িখোলা রেলওয়ে স্টেশনের অদূরে দড়িপাড়া নামকস্থানে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বেলা ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় তাড়াহুড়া করে নামতে গিয়ে কমপক্ষে ২৬ যাত্রী আহত হয়েছেন। তবে আহতদের অবস্থা গুরুতর নয় বলে জানান স্থানীয়রা। অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন আড়িখোলা রেলওয়ে স্টেশন মাস্টার দিলিপ চন্দ্র দাস। উপকূল এক্সপ্রেস ট্রেনের নিরাপত্তা পরিচালক আইনুদ্দিন জানান, সাড়ে ৪টার পর ট্রেনটি পূবাইল রেল স্টেশন ত্যাগ করে। পরে ৫টার দিকে আড়িখোলা রেলওয়ে স্টেশনের অদূরে দড়িপাড়া নামকস্থানে পেছন থেকে দ্বিতীয় নম্বর বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। অগ্নিকাণ্ডের উৎপত্তি ট্রেনের নিজস্ব জেনারেটর থেকে হয়েছে বলে তিনি জানান। কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের ইনচার্জ মো. আব্দুস সাত্তার জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
যেকোনো এয়ারলাইন্সে হজে যেতে পারবেন যাত্রীরা
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্সে হজ্জে যাওয়ার সরকারি সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে নিজেদের পছন্দমতো যে কোনো এয়ারলাইন্সে করে যাত্রীরা হজ্জে যেতে পারবেন বলে জানিয়েছেন আইনজীবীরা। গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এই এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মাহবুব শফিক। এর আগে ২০১৪ সালের ২০ ফেব্রুয়ারি হজ এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সহসভাপতি আব্দুল কবির খান (জামাল), মহাসচিব শেখ আব্দুল্লাহ ও হজযাত্রী রেজাউল ইসলামের এক আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট সরকারি সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে। ২০১৩ সালের ২৪ এপ্রিল আন্তঃমন্ত্রণালয়ের এক সিদ্ধান্তে ৫০ শতাংশ হজযাত্রী বিমান বাংলাদেশের এবং বাকি ৫০ শতাংশ এয়ারলাইনসের বিমানে যাবেন বলে সিদ্ধান্ত হয়। এর বাইরে অন্য কোন এয়ারলাইন্সে হজ্জ যাত্রীরা যেতে পারবেন না বলে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয়।
ঢাবি শিক্ষক সমিতির নির্বাচনে নীল দলের জয়জয়কার
স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ কার্যকরী পরিষদের ১৫ পদের সবগুলোই জিতেছে আওয়ামী লীগ সমর্থিত নীল দল। সমিতির নতুন সভাপতি হয়েছেন দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক এএসএম মাকসুদ কামাল, সহসভাপতি নির্বাচিত হয়েছেন ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের শিবলী রুবাইতুল ইসলাম ও সাধারণ সম্পাদক হয়েছেন আইন বিভাগের অধ্যাপক রহমত উল্যাহ। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ক্লাব ভবনে উত্সবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। চলে দুপুর দুইটা পর্যন্ত। বিকেলে ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার রসায়ন বিভাগের অধ্যাপক ড. তোফায়েল আহমেদ চৌধুরী। এবার বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের শাদা প্যানেল সব পদেই হেরেছে। অন্যদিকে দুই বছর ধরে আওয়ামী সমর্থকদের থেকে আলাদা হয়ে নিজস্ব প্যানেলে নির্বাচন করা বামপন্থি শিক্ষকদের গোলাপী প্যানেলও জয়ের দেখা পায়নি। তিনি জানান, সমিতির ১ হাজার ৯৫০ ভোটারের মধ্যে ১ হাজার ৫০২ জন এবার ভোট দিয়েছেন। অর্থাত্, ভোট পড়েছে ৭৭ শতাংশ।
এক কাপড়ে বাঁধা স্বামী–স্ত্রীর মরদেহ
স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক কাপড়ে বাঁধা অবস্থায় মিঠুন পাল (২৮) ও বিউটি রাণী পাল (২২) নামে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার ইব্রাহিমপুর গ্রামের কুমারপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মিঠুন কুমারপাড়া এলাকার নরেন্দ্র পালের ছেলে। বিউটি তার শাশুড়ির সাথে বিরোধে জড়িয়ে তারা স্বামী-স্ত্রী এক সাথে আত্মহত্যা করেছে বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে।