চুয়াডাঙ্গা পৌরসভার ইপিআই সুপারভাইজার আফরোজা পারভীন চাকরিচ্যুত

চুয়াডাঙ্গা পৌর সচিবের বিরুদ্ধে মামলা : আভ্যন্তরীণ তদন্তে অসত্য প্রমাণিত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌরসভার ইপিআই সুপারভাইজার আফরোজা পারভীনকে তার চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। পৌর চাকরি বিধান মতে ৯০ দিনের বেতন ৭৫ হাজার ৬৭৮ টাকার চেকসহ বরখাস্তের নোটিশ গতকাল আফরোজা পারভীনের হকপাড়াস্থ বাড়িতে প্রেরণ করা হয়েছে। সূত্র বলেছে, গতকাল বরখাস্ত পত্র পৌরসভায় দিতে গেলে আফরোজা পারভীন তা গ্রহণ করেননি। তিনিই পৌরসভার সচিব কাজী শীরফুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। এ মামলায় সচিব প্রথমে উচ্চ আদালত থেকে অন্তবর্তীকালীন ও পরে সংশ্লিষ্ট আদালত থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত জামিন লাভ করেন।

চুয়াডাঙ্গা পৌরসভাসূত্র বলেছে, ১২ জুলাই পৌরসভার সচিবের বিরুদ্ধে আফরোজা পারভীন উত্থাপিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে অভিযোগ অসত্য বলে প্রতিবেদন দেয়া হয়। এরই প্রেক্ষিতে পৌর কর্তৃপক্ষের অবজ্ঞ, অবহেলা, অসদাচরণ শৃঙ্খলা ভঙ্গ করেছেন মর্মে অভিযোগ উত্থাপন করে বলা হয় পৌরসভার চাকরিতে তিনি নিরাপদ নন। ফলে পৌরবিধি মোতাবেক ৯০ দিনের বেতনসহ বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত মোতাবেক বরখাস্তের নোটিশ ও চেক গতকাল পৌরসভায় প্রদান করা হলে তিনি তা নেননি। ফলে পোস্টঅফিসের মাধ্যমে তার ঠিকানা প্রেরণ করা হয়েছে।