কার্পাসডাঙ্গায় ভৈরব নদীর পাড় কেটে অবাধে মাটি বিক্রি

 

মোস্তাফিজ কচি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা এলাকার ওপর দিয়ে প্রবাহমান ঐতিহ্যবাহী ভৈরব নদী খনন করা হবে এ রকম মিথ্যা প্রচারণা চালিয়ে মাটি খেকো কয়েকজন দালাল ও ট্রাক্টর মালিক ভৈরব নদীর পাড় থেকে হাজার গাড়ি মাটি কেটে বিক্রি করছেন। স্থানীয় ইটভাটাসহ নিচু জমিতে মাটি ভরাটের কাজে ওই মাটি লাখ লাখ টাকায় বিক্রি করছে। অব্যাহত মাটি কাটার ফলে আগামী বর্ষা মরসুমে নদী সংলগ্ন উঁচু পাড় ভেঙে পড়বে বলে আশঙ্কা করছে সচেতনমহল। এতে এলাকার রাস্তা, আবাদি জমি ও আশপাশ এলাকার বসতবাড়ি ধসে পড়বে বলে আশঙ্কা করছেন এলাকবাসী।

সরেজমিনে নদীর পাড় কাটার স্থান ঘুরে দেখা গেছে, প্রতিদিনেই বেশ কয়েকটি ট্রাক্টর পাল্লা দিয়ে কোমরপুর পূর্বপাড়া ও বাঘাডাঙ্গা এলাকার নদীর পাড় কাটছে। নদীর পাড় কাটার বিষয়ে জমির মালিকদের সাথে কথা বললে তারা জানান, মেহেরপুর জেলার ভৈরব নদী সরকারিভাবে খনন করা হচ্ছে। আমাদের এলাকায় নদী বেশ কয়েক বার মাপজোক করা হয়েছে। আমাদের এ সকল জমি খননের মধ্যে পড়বে। তাই আগেভাগেই স্বল্প টাকায় মাটি বিক্রি করছি। এলাকার কয়েকটি ইটভাটা মালিকের সাথে কথা হলে নাম প্রকাশ না করার শর্তে জানান, আমাদের কোনো গাড়ি মাটি কাটার কাজে ব্যবহার হচ্ছে না। ট্রাক্টর ভরে মাটি বাইরের ইটভাটায় নিয়ে যাচ্ছে একটি চক্র। কোমরপুর ও বাঘাডাঙ্গা গ্রামের বেশ কয়েকজন জানান, একটি চক্র যেভাবে প্রতিদিন ট্রাক্টর ও ট্রাক ভিড়িয়ে মাটি কেটে নিয়ে যাচ্ছে তাতে এলাকার ভৈরব নদীর অস্তিত্বই বিলীন হয়ে যেতে পারে। তাছাড়া নদী ভাঙন দেখা দিলে আমাদের ফসলি জমির মাঠ ও ঘরবাড়িও নদী গর্ভে তলিয়ে যেতে পারে বলে আমরা আশঙ্কা করছি। এ ব্যাপারে ভুক্তভোগী অভিযোগকারীরা নদীর উঁচু পাড় রক্ষার জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।