আলমডাঙ্গার মুন্সিগঞ্জ বাজারের উজ্জল পালের মাতৃ বিয়োগ

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জ বাজারের প্রবীণ ব্যবসায়ী উজ্জ্বল পালের মা রক্ষিবানি পাল মৃত্যুবরণ করেছে। গত পরশু রাতে তিনি বাধর্ক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। জানা গেছে, গত পরশু আলমডাঙ্গার মুন্সিগঞ্জ বাজারের মৃত ফনি ভূষন পালের স্ত্রী ও মুন্সিগঞ্জ বাজারের আমাদের স্টোর অ্যান্ড লাইব্রেরীর মালিক বিভাষ চন্দ্র পালের (উজ্জ্বল পাল) মা লক্ষিবানি পাল (১০৩) গত পরশু রাত ১১টার দিকে মৃত্যুবরন করেন। গতকাল খুদিয়াখালী শ্মশাণে লক্ষিবানির সৎকার করা হয়েছে। লক্ষিবানি পাল ৫ ছেলে ২ মেয়ে ও নাতি নাতকুর রেখে গেছেন।

Leave a comment