মাথাভাঙ্গা মনিটর: লিওনেল মেসি এবং আর্দা তুরানের কল্যাণে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বরুসিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে ৪-০ গোলের সহজ জয় পেয়েছে বার্সেলোনা। সেই সঙ্গে দীর্ঘ জয় খরা ঘুচিয়ে জয়ের ধারায় ফিরেছে লুইস এনরিকের শিষ্যরা।
এমনিতেই সময়টা ভালো যাচ্ছিলো না বার্সেলোনার। শেষ ৫ ম্যাচের ৪টিতে ড্র। জয় যেন সোনার হরিণ। লা লিগায় রিয়ালের সম পর্যায়ে পৌঁছুনোর লড়াইয়ে আগে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ড্র করে বসে কাতালানরা। তাই এ জয় বেশ জরুরি ছিলো দলটির জন্য। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে প্রথম গোলটি আসেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসির কাছ থেকে। ম্যাচের ১৬ মিনিটে গোল করেন তিনি। এরপর বাকি কাজটা করেন তুরান। অবশ্য সেখানেও ছিলো মেসির সাহায্য। প্রথমার্ধে মেসির এক গোলের পর দ্বিতীয়ার্ধে ১৭ মিনিটে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন তুরান। তার গোল তিনটি ছিল ৫০ মিনিট, ৫৩ মিনিট ও ৬৭ মিনিটে। নেইমার ও সুয়ারেজকে ছাড়াই এদিন খেলতে নামে বার্সেলোনা। আগের ম্যাচেই শেষ ১৬ নিশ্চিত হয়ে যাওয়ায় ঘরের মাঠ ন্যু ক্যাম্পে সুয়ারেজ, টের স্টেগান, পিকেসহ নিয়মিত একাদশের কয়েকজনকে বিশ্রাম দেন এনরিকে। আর ইনজুরির কারণে দলে ছিলেন না নেইমার। ‘সি’ গ্রুপের অন্য ম্যাচে স্কটল্যান্ডের ক্লাব সেল্টিকের সঙ্গে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি।