মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ইউপি চেয়ারম্যান ও গ্রামবাসীর উদ্যোগে মোনাখালী ক্রিকেট টুর্নামেন্ট প্রথম রাউন্ডে তৃতীয় খেলায় বন্দর একাদশ জয়ী হয়েছে। গতকাল বুধবার বিকেলে মোনাখালী ফুটবলমাঠে ক্রিকেট টুর্নামেন্টে উপস্থিত ছিলেন মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, ইউপি সদস্য রেজাউল ইসলাম, দুল্লপ হোসেন ও মফিজুর রহমান। পরিচালনায় ছিলেন আব্দুল খালেক ও আনোয়ার হোসেন।
খেলায় বন্দর একাদশ ৬ উইকেটে জয়ী হয়েছে। টস জিতে ইসলামপুর একাদশ ব্যাট করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৬ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে বন্দর একাদশ ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৪ রান সংগ্রহ করে জয়ী হয়। বিজয়ী দলের নুমান ২৩ রান ও ৩ উইকেট পেয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন এবং পরাজিত দলের আজিজুল অপরাজিত থেকে সর্বোচ্চ ৬৮ রান করে। টুর্নামেন্টে বিভিন্ন এলাকার ১২টি দল অংশ নিচ্ছে।