দেশের টুকিটাকি : ১ পটকায় বা টেপায় ৩০ জনের পর্যন্ত মৃত্যু হতে পারে

কক্সবাজার সমুদ্র সৈকতে মেরিন ড্রাইভ নির্মাণ হচ্ছে’

স্টাফ রিপোর্টার: কক্সবাজার সমুদ্র সৈকতের সুরক্ষা এবং সহজে সৌন্দর্য উপভোগের সুবিধার্থে ৮০ কিলোমিটার দীর্ঘ কক্সবাজার-টেকনাফ-সাবারাং মেরিন ড্রাইভ নির্মাণ প্রকল্প সরকার গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী গতকাল বুধবার তার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য সেলিনা বেগমের এক প্রশ্নের জবাবে এ কথা জানান। ১ম পর্যায়ে ২৪ কিলোমিটার (কলাতলি থেকে ইনানি) ও ২য় পর্যায়ে ২৪ কিলোমিটার (ইনানি থেকে সিলখালী) মেরিন ড্রাইভ নির্মাণ সম্পন্ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ৩য় পর্যায়ে অবশিষ্ট ৩২ কিলোমিটার (সিলখালী-টেকনাফ-সাবারাং) মেরিন ড্রাইভ নির্মাণ কাজ চলমান রয়েছে। এছাড়া বান্দরবান পার্বত্য জেলার রুমা উপজেলার পর্যটন আকর্ষণ বগালেক ও কেওক্রাডং-এ যাতায়াত সহজ করার লক্ষ্যে ১৭ কিলোমিটার দীর্ঘ রুমা-বগালেক-কেওক্রাডং সড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে বলেও সংসদে তিনি জানান।

১ পটকায় বা টেপায় ৩০ জনের পর্যন্ত মৃত্যু হতে পারে

স্টাফ রিপোর্টার: একটি পূর্ণাঙ্গ টেপার (এক ধরনের জলজ প্রাণী) বিষে ৩০ জন মানুষের মৃত্যু হতে পারে। টেপার বিষ সায়ানাইডের চেয়ে ১ হাজার ২০০ গুণ বেশি বিষাক্ত। এ কথা বলে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সিলেটের সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান। গতকাল বুধবার দুপুরে সাংবাদিকদের সাথে আলাপ1481116175কালে তিনি একথা বলেন। এর আগে মঙ্গলবার জেলার জৈন্তাপুরে টেপা রান্না করে খাওয়া দুই পরিবারের পাঁচজনসহ মোট ছয়জনের মৃত্যু হয়। এখনও সিলেটের বিভিন্ন হাসপাতালে অসুস্থ ২৬ জন নারী, পুরুষ ও শিশু চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনার পরপরই সিলেটের সর্বত্র সতর্কতা জারি করা হয়েছে। জৈন্তাপুর উপজেলায় একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এ বিষয়ে সিভিল সার্জন বলেন, ‘পটকা বা টেপা’ কোনো মাছ নয়, এটা একধরণের জলজ প্রাণী। এর মাথায় একধরনের বিষ থাকে। জনসাধারণকে এটি ক্রয়-বিক্রয়, রন্ধন ও ভক্ষণ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। মেডিসিন বিশেষজ্ঞ এনায়েত হোসেন বলেন, এ ধরনের বিষক্রিয়ায় আক্রান্তদের ব্রেনের নার্ভাস সিস্টেম দুর্বল করে দেয়। শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে দ্রুত মারা যায় রোগীরা। সিলেটের বিভিন্ন উপজেলা বাজারে প্রকাশ্যে টেপা মাছ হিসেবে বিক্রি হয়। এ অঞ্চলের বেশিরভাগ মানুষ এটাকে মাছ হিসেবে খেয়ে থাকেন।

স্কুলব্যাগ বহনের বিষয়ে আইন প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

স্টাফ রিপোর্টার: প্রাইমারি স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীদের ওজনের ১০ শতাংশের বেশি নয় এমন ওজনের ব্যাগ বহনের বিষয়ে আইন প্রণয়নের জন্য নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রায়ের কপি প্রাপ্তির ছয় মাসের মধ্যে সরকারকে আইন প্রণয়ন করতে বলা হয়েছে। এক রিট আবদেনের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাশের ডিভিশন বেঞ্চ বুধবার এই রায় দেয়। রায়ে, শিশুর ওজনের ১০ শতাংশের বেশি নয় এমন ওজনের ব্যাগ বহনের বিষয়টি নি1481100854শ্চিত করতে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে নির্দেশ দেয়া হয়েছে। যদি এই নির্দেশ কোনো স্কুল কর্তৃপক্ষ না মানে তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও নির্দেশ দিয়েছে আদালত। আগামী এক মাসের হাইকোর্টের নির্দেশে প্রজ্ঞাপন জারি করতে প্রাথমিক শিক্ষা অধিদফতরকে নির্দেশ দেয়া হয়েছে। শিশুদের ভারি স্কুলব্যাগ বহনের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে ২০১৫ সালের  ৯ আগস্ট  রিট আবেদন করেন তিন আইনজীবী এসএম মাসুদ  হোসেন  দোলন,  মো. জিয়াউল হক ও আনোয়ারুল করিম।

সালমান শাহ মৃত্যুর রহস্যের তদন্ত চলবে

স্টাফ রিপোর্টার: এবার চলচ্চিত্র অভিনেতা সালমান শাহ হত্যা মামলার তদন্তভার দেয়া হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)। গত মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম লস্কর সোহেল রানা এ আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মিরাশ উদ্দিন বলেন, সালমান শাহ হত্যা মামলার তদন্ত করতে পিবিআইকে নির্দেশ দেয়া হয়েছে। মামলার নথিপত্র থেকে জানা যায়, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর নিউ ইস্কাটন গার্ডেন এলাকায় সালমান শাহর ভাড়া বাসার ড্রেসিং রুম থেকে ঝুলন্ত অবস্থায় তার দেহ নামানো হয় বলে তারfd8f3fd1a067210e3a437ebeea76381f-salman স্ত্রী সামিরা পুলিশকে জানান। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সালমানের বাবা কমর উদ্দিন আহমেদ চৌধুরী রমনা থানায় অপমৃত্যুর মামলা করেন। থানার পুলিশ তদন্ত শুরু করলেও পরে তা ডিবির কাছে যায়। তদন্ত শেষে ডিবি প্রতিবেদন দিয়ে বলে, সালমানের মৃত্যু আত্মহত্যা। বাদীপক্ষ ডিবির প্রতিবেদন গ্রহণ না করলে তদন্ত সিআইডির কাছে যায়। সিআইডিও একই প্রতিবেদন দেয়। পরে আদালতের আদেশে ১৫ বছর ধরে চলে বিচার বিভাগীয় তদন্ত। ২০১৪ সালের ৯ জুলাই বিচার বিভাগীয় তদন্তে বলা হয়, সালমান খুন হননি।

 

Leave a comment