চুয়াডাঙ্গা জেলার সব চে বয়ষ্ক নারী আলমডাঙ্গার পোয়ামারী গ্রামের পরীছন নেছা আর নেই

 

আলমডাঙ্গা ব্যুরো: চুয়াডাঙ্গার সবচে বয়ষ্ক নারী আলমডাঙ্গার পোয়ামারী গ্রামের পরীছন নেছা আর নেই (ইন্নালিল্লাহে……..রাজেউন)। তিনি বার্ধক্যজনিত রোগে ভূগে ১শ ৭/৮ বছর বয়সে গতকাল বুধবার দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তিনি সাংবাদিক রহমান মুকুলের ফুফু।

জানা গেছে, ৪০’র দশকে ডাউকী ইউনিয়ন পরিষদের দুই দুই বারের প্রেসিডেন্ট (চেয়ারম্যান) মরহুম ঈমান আলী মোল্লার স্ত্রী পরীছন নেছা চুয়াডাঙ্গা জেলার সব’চে বয়ষ্ক নারী ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শতার্ধ বয়সীর মৃত্যু সংবাদে আত্মীয় পরিজনের মাঝে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। তাকে শেষ বারের মতো দেখতে ছুটে যায়। বাদ মাগরিব জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমার লাশ দাফন করা হয়েছে। মরহুমের জানাজায় আত্মীয়-স্বজন ছাড়াও পোয়ামারী, বেলগাছি ও ডাউকী গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উল্লেখযোগ্যসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। মরহুমের আত্মার মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া চায়া হয়েছে।