ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই টেস্টে ছিটকে গেলেন রাহানে

 

মাথাভাঙ্গা মনিটর: আঙ্গুলের ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে শেষ দু টেস্টে খেলা হবে না ভারতের মিডল-অর্ডার ব্যাটসম্যান আজিঙ্কা রাহানের। মুম্বাইয়ে সিরিজের চতুর্থ টেস্টের আগে এমন দুঃসংবাদ শুনতে হলো ভারতকে। রাহানের জায়গায় দলে ডাক পেয়েছেন মনিষ পান্ডে। মুম্বাইয়ে টেস্ট সামনে রেখে ব্যাটিং অনুশীলনের সময় ডান হাতের আঙ্গুলে ব্যথা পান রাহানে। তার আঙ্গুলে চিড় ধরেছে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ফলে ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই টেস্টে খেলতে পারবেন না তিনি। রাহানের জায়গায় দলে নেয়া হয়েছে কর্ণাটকের ব্যাটসম্যান মনিষকে। গেল সপ্তাহে রঞ্জি ট্রফিতে সৌরাষ্ট্রের বিপক্ষে ৭৫ ও ৫৮ রানের দুটি ইনিংস খেলেছেন তিনি। তবে একাদশে রাহানের জায়গাটি নিতে হলে করুন নায়ারের সাথে যুদ্ধ করতে হবে মনিষকে। সিরিজের চতুর্থ টেস্ট শুরুর আগে নায়ার ও মনিষের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

Leave a comment