সাগরতীরে সমাহিত জয়ললিতা
মাথাভাঙ্গা মনিটর: ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর ছয়বারের মুখ্যমন্ত্রী জয়ললিতা জয়রামের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে চেন্নাইয়ের মেরিনা বিচে গুরু এম জি রামাচন্দ্রনের সমাধির পাশে চন্দনকাঠের বাক্সে করে জয়ললিতাকে সমাহিত করা হয়। এনডিটিভি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, জয়ললিতার মরদেহ সারা দিন শ্রদ্ধা নিবেদনের জন্য চেন্নাইয়ের পাবলিক অডিটোরিয়াম রাজাজি হলে রাখা হয়। সেখান থেকে বিকেলে জাতীয় পতাকায় ঢেকে মরদেহ নিয়ে যাওয়া হয় তিন কিলোমিটার দূরের মেরিনা বিচ এলাকায়। সেখানে লাখো মানুষের ভিড় জমে যায়। জয়ললিতার শেষকৃত্যে অংশ নিতে দেশের অসংখ্য রাজনীতিবিদ উপস্থিত হন। এ কারণে ওই এলাকায় সারা দিন নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। জয়ললিতার মৃত্যুর পর গতকাল রাতেই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়া পনিরসেলভামও শোকযাত্রায় অংশ নেন।
চেন্নাই বিমানবন্দর থেকে রাজাজি হলে গিয়ে দুপুরে জয়ললিতার মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশটির প্রেসিডেন্ট প্রণব মুখার্জি বিমানের যান্ত্রিক গোলযোগের কারণে চেন্নাইয়ে জয়ললিতার শেষকৃত্যে অংশ নিতে পারেননি। তবে তিনি গভীর শোক প্রকাশ করেছেন।
ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী বার্নার্ড ক্যাজেন্যুভ
মাথাভাঙ্গা মনিটর: ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড ক্যাজেন্যুভের নাম ঘোষণা করা হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচন করার ঘোষণা দিয়ে পদত্যাগ করার পরে তার নাম ঘোষণা করা হয়। মঙ্গলবার ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলাদের কাছে পদত্যাগপত্র পেশ করেন ম্যানুয়েল ভালস। ২০১৭ সালের জুনে সংসদীয় নির্বাচনের আগ পর্যন্ত দায়িত্ব পালন করবেন বার্নার্ড ক্যাজেন্যুভ। ২০১৫ সালে ইসলামিক স্টেট জঙ্গিদের রক্তাক্ত প্যারিস হামলার পরে জঙ্গিবাদ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ক্যাজেন্যুভ। গত সপ্তাহে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচন না করার কথা ঘোষণা দিয়েছেন ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট ওলাদ। ১৯৫৮ সালের পরে তিনিই প্রথম ফ্রান্স প্রেসিডেন্ট যিনি দ্বিতীয় মেয়াদে নির্বাচন করবেন না। সোশ্যালিস্ট পার্টির মনোনয়ন পেলে এপ্রিলে প্রথম দফার নির্বাচনে ফ্রাসোয়া ফিলন ও ম্যারি লি পেনের বিরুদ্ধে নির্বাচন করবেন ম্যানুয়েল ভালস।
আইন করে বোরকা নিষেধের ডাক দিলেন মার্কেল
মাথাভাঙ্গা মনিটর: জার্মানিতে যেখানে সম্ভব আইন করে বোরকা নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। আরো দুই বছরের জন্য চ্যান্সেলর নির্বাচনের প্রচারণা শুরুর সময় দেয়া ভাষণে যোগ করেন, গত বছরের মতো অভিবাসী নিয়ে যে সঙ্কট তৈরি হয়েছে তার যেন আর পুনরাবৃত্তি না হয়। জা
র্মানির পশ্চিমাঞ্চলের শহর এসেনে তার রাজনৈতিক দলের দুই দিনের কংগ্রেসে বলেন, জার্মান আইনের গুরুত্ব শরীয়াহ আইনের উপরে। পুরোপুরি মুখঢাকা বোরকা আইন করে যেখানে সম্ভব নিষিদ্ধ করতে হবে। মার্কেলের রাজনৈতিক দল ক্রিস্টিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন আবারো তাকে দলীয় প্রধান নির্বাচিত করার কথা। ১১ বছর ধরে জার্মানির নেতৃত্বে থাকা মার্কেল গত মাসে চতুর্থ মেয়াদে নির্বাচনের কথা নিশ্চিত করেন। শরণার্থী ও অভিবাসন নীতিতে তার নমনীয় অবস্থানের জন্য এবারের নির্বাচনটিই যে সবচেয়ে কঠিন হতে যাচ্ছে সেটি তিনি স্বীকার করেছেন। ২০১৫ সালে প্রায় ৯ লক্ষ অভিবাসীকে আশ্রয় দিয়েছে জার্মানি। মঙ্গলবার এই ইস্যুতে তিনি বলেন, এমনটির আর যেন কখনো পুনরাবৃত্তি না হয়। এটাই আমাদের এবং আমার ঘোষিত রাজনৈতিক লক্ষ্য।
ধর্ষণের শিকার হয়েছিলেন গাগা
মাথাভাঙ্গা মনিটর: ধর্ষণ সমাজের একটি মারাত্মক ব্যাধি। একমাত্র ভুক্ত ভোগীরাই জানে এর ভয়াবহতার কতো রূপ। আর এই ধর্ষণের শিকার থেকে বাদ যাননি খোদ মার্কিন পপ তারকা লেডি গাগাও। তিনিও নাকি ১৯ বছর বয়সে ধর্ষিত হয়েছিলেন। তেমনটাই মঙ্গলবার এক বার্তায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে। লেডি গাগা সম্প্রতি নিউইয়র্কের একটি আশ্রমে পরিদর্শন করতে গেলে সেখানে একপর্যায় নিজের ধর্ষণের কথা সবার সাথে শেয়ার করেন। অবশ্য ওই আশ্রমটিতে যারা থাকেন তারা কোনো না কোনো সময় ভয়াবহ ঘটনার সম্মুখীন হয়েছিলেন। এরা সবাই ধর্ষণ কিংবা বড় ধরনের কোনো বিপদের ভুক্তভোগী। যার কারণে এখন তারা মানসিক অস্থিরতায় ভুগছেন। ৩০ বছর বয়স্ক গাগা এ বিষয়ে জানান, ১৯ বছর বয়সে এক সঙ্গীত প্রযোজক দ্বারা তিনি ধর্ষিত হয়েছিলেন। এর কারণে মানসিক পীড়ন এখনো তাকে ভোগায়। পরিবার এবং ডাক্তারদের সেবার কারণে সে অবশ্য ভালো আছে। এর থেকে মুক্তি পেতে মেডিটেশনও করেন। তারপরও তিনি প্রতিদিন মানসিক পীড়ায় থাকেন বলেও জানান। দুই বছর আগে অবশ্য নিজের ধর্ষণের কথা প্রথম জানিয়েছিলেন গাগা।