ঝিনাইদহ প্রতিনিধি: ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে আরও একধাপ এগিয়ে গেলো ঝিনাইদহ। ডিজিটাল পদ্ধতিতে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে ঝিনাইদহ সদর উপজেলার ভূমি অফিস। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উসমান গনির চেষ্টায় দালাল মুক্ত পরিবেশে ভোগান্তি ও হয়রানি ছাড়াই সেবা পাচ্ছে সদর উপজেলাবাসী। তথ্যপ্রযুক্তির ব্যবহার আর অফিস ব্যবস্থাপনার মাধ্যমে সেবা পাচ্ছে আগত সেবাগ্রহীতারা। গতকাল মঙ্গলবার উদ্বোধন করা হলো বিভিন্ন উদ্ভাবনী ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের। দুপুরে ঝিনাইদহের জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার ফলক উন্মোচনের মাধ্যমে এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপসচিব আবু ইউসুফ মোহাম্মদ রেজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, এসিল্যান্ড উসমান গনি, নির্বাহী ম্যাজিস্ট্রেট নরুন্নাহার বেগমসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।