খুলনাকে উড়িয়ে দিয়ে ফাইনালে ঢাকা

 

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলে খুলনা টাইটান্সকে ৫৪ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলো ঢাকা ডায়নামাইটস। ঢাকার দেয়া ১৪১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৮৬ রানেই অলআউট হয় খুলনা। গতকাল মঙ্গলবার প্রথম কোয়ালিফাই ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নামে ঢাকা।

আন্দ্রে রাসেলের ঝড়ো ব্যাটে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে সাকিব আল হাসানের দল। দলের পক্ষে রাসেল মাত্র ২৫ বলে সর্বোচ্চ ৪৬ রান করেন। ৪টি চার ও ৩টি ছক্কায় সাজানো তার ইনিংস। এছাড়া ব্রাভো করেন ২৩ রান। খুলনার হয়ে দারুণ বল করেছেন জুনায়েদ খান। ৪ ওভারে ২৪ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি। এছাড়া আন্দ্রে ফ্লেচার ২টি এবং হাওয়েল ১টি উইকেট লাভ করেন।

জবাব দিতে নেমে ঢাকার বোলিং তোপে মাত্র ৮৬ রানেই অলাউট হয় খুলনা। সর্বোচ্চ ২৮ রান আসে ওপেনার আন্দ্রে ফ্লেচারের ব্যাট থেকে। ঢাকার হয়ে রাসেল ও ব্রাভো ৩টি করে উইকেট লাভ করেন। আজ বুধবার দ্বিতীয় কোয়ালিফাই ম্যাচে রাজশাহী কিংসের মুখোমুখি হবে খুলনা টাইটান্স।