রুপাসহ দামুড়হুদার নাস্তিপুরের রফিকুল গ্রেফতার

 

দর্শনা অফিস: দর্শনা আইসি পুলিশ চোরাচালান বিরোধী অভিযান চালিয়েছে দামুড়হুদার বাড়াদি-হৈবতপুর সড়কে। পুলিশ নাস্তিপুরের গ্রামের রফিকুলকে রুপাসহ গ্রেফতার করেছে। রফিকুলসহ ৩ জনের বিরুদ্ধে থানায় দায়ের করা হয়েছে মামলা। গতকাল রোববার বেলা সাড়ে ৩টার দিকে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে চোরাচালান বিরোধী অভিযান চালান দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের হৈবতপুর-বাড়াদি সড়কে। পুলিশ বলেছে, ওই সড়ক থেকে নাস্তিপুর পশ্চিমপাড়ার আব্দুল হাইয়ের ছেলে রফিকুল ইসলামকে (৩৪) গ্রেফতার করা হলেও আরও ২ জন চোরাকারবারী পালিয়ে যায়। পুলিশ রফিকুলের দেহ তল্লাশি চালিয়ে উদ্ধার করেছে ৯৩০ গ্রাম ভারতীয় রুপা। এ ঘটনায় এসআই শফিকুল ইসলাম বাদি হয়ে গতকালই দামুড়হুদা থানায় গ্রেফতারকৃত রফিকুলসহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলার পালাতক আসামি একই ইউনিয়নের বাড়াদী গ্রামের সাত্তারের ছেলে ফরজ ও ভুড়োলের ছেলে স্বপনকে গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রেখেছে পুলিশ।

 

Leave a comment