মহাখালী কড়াইল বস্তিতে আগুন : ৫শ ঘর ও দোকান পুড়ে ছাই

 

স্টাফ রিপোর্টার: রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রোববার দুপুরে বস্তির একটি লেপ-তোশকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত তা ছড়িয়ে পড়ে। এতে বস্তির প্রায় পাঁচশ ঘর ও দোকান সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। টানা দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। এ অগ্নিকাণ্ডে কেউ নিহত হয়নি তবে একজন গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আগুনের খবর পেয়ে বিকেলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক ঘটনাস্থলে ছুটে যান। আগুনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মেয়র জানিয়েছেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, এই বস্তিতে প্রায়ই আগুনের ঘটনা ঘটে। গতকাল দিনে আগুন লাগায় ক্ষয়ক্ষতি কম হয়েছে। রাতে হলে ৩ থেকে ৪ হাজার ঘর পুড়ে ছাই হয়ে যেতো। গতকালের অগ্নিকাণ্ডে আড়াই থেকে তিন হাজার বস্তির বাসিন্দা গৃহহীন হয়েছে। মেয়র বলেন, আগুনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের তালিকা করে খাওয়া-দাওয়া ও ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে সিটি করপোরেশনের পক্ষ থেকে। এছাড়া স্থানীয় দুই এমপিও ক্ষতিগ্রস্ত বস্তিবাসীকে ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন বলে জানান তিনি।