চুয়াডাঙ্গার সরোজগঞ্জ ও বদরগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত
সরোজগঞ্জ/বদরগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা সদরের সরোজগঞ্জ ও বদরগঞ্জ বাজারে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত একজন পল্লি চিকিৎসকসহ দুটি ওষুধের দোকানিকে জরিমানা করেছেন। এছাড়াও এক হোটেল ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম ও মুশফিকুল আলম হালিম ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে দেন।
জানা গেছে, বদরগঞ্জ বাজারে বিধি মোতাবেক অনুমোদন না থাকায় ওষুধ ব্যবসা করার অপরাধে জুয়েল ক্লিনিকের মালিক পল্লি চিকিৎসক ফজলুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সরোজগঞ্জ বাজারের সরকারি অনুমতিবিহীন ও (ডিআর নম্বর) ওষুধের লেবেল না থাকায় ১৯৪০ সালের ১৮/ক ধারায় জনসেবা ফার্মেসির মালিক মুনছুর আলীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। চুয়াডাঙ্গা ড্রাগ সুপার সুকর্ণ আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন। এছাড়া একই আদালত সরোজগঞ্জ তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক জয়নাল আবেদিনকে ৩ হাজার টাকা জরিমানা করেন। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখা ও তৈরির কারণে জরিমানা করা হয়।