চুয়াডাঙ্গায় প্রয়াত সরকারি কর্মচারীর পরিবারকে অনুদানের চেক প্রদান করলেন জেলা প্রশাসক

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী সরকারি কর্মচারীর তিন পরিবারকে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ৪টায় জেলা প্রশাসক সায়মা ইউনুস তার কার্যালয়ে উপস্থিত প্রত্যেক পরিবারকে পাঁচ লাখ টাকার অনুদানের চেক প্রদান করেন। এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মেহেদি মাসুদ, নাজির আইনাল হক ও অফিস সহকারী শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক কার্যালয়সূত্রে জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের কল্যাণ শাখার উপসচিব আলেয়া আক্তার কর্তৃক প্রেরিত নির্দেশনা মোতাবেক ‘বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী মৃত্যুবরণ এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতাজনিত কারণে আর্থিক অনুদান প্রদান নীতিমালা, ২০১৩ অনুযায়ী কেন্দ্রী বাছাই কমিটির সুপারিশকৃত আবেদনকারীর অনুকূলে ইস্যুকৃত চেক গ্রহণের জন্য অনুরোধ করার প্রেক্ষিতে গত ২৩ নভেম্বর জেলা প্রশাসন কর্তৃক প্রেরিত প্রতিনিধির কাছে পাঁচ লাখ টাকার তিনটি অনুদানের চেক প্রদান করা হয়। সে অনুযায়ী ওই তিন পরিবারকে উল্লেখিত অনুদানের চেক প্রদান করেন জেলা প্রশাসক।

অনুদানপ্রাপ্ত পরিবারগুলো হলো চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের প্রাক্তণ সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা মৃত মমতাজ আরা বেগমের স্বামী জীবননগর কাজীপাড়ার মিজানুর রহমান, গাড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তণ সহকারী শিক্ষক জাহিদুল হকের স্ত্রী মুক্তিপাড়ার উম্মে সুফিয়া রোমানা ও জেলা জজ আদালতের প্রাক্তণ জারীকারক ফজলুর রহমানের স্ত্রী দামুড়হুদা ফকিরপাড়ার রাজিয়া বেগম।

Leave a comment