হরিণাকুণ্ডুতে করিমনের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত

 

হরিণাকুণ্ডু প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডুর পারদখলপুরে শ্যালোইঞ্জিনচালিত করিমনের ধাক্কায় ৭ বছরের শিশু মিম খাতুনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বেলা আড়ইটার দিকে গ্রামের ডাবলু মিয়ার বাড়ির নিকট এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, পারদখলপুরের জিনারুল ইসলামের মেয়ে মিম খাতুন পাশের বাড়ি খেলতে যায়। সেখান থেকে ফেরার সময় রাস্তা পার হতে গেলে আনাড়ি চালকের করিমনের ধাক্কায় আছড়ে পড়ে গুরুতর জখম হয়। প্রত্যক্ষদর্শীরা বলেছে, দ্রুত শিশুকে উদ্ধার করার চেষ্টা চালানো হলেও ঘটনাস্থলেই মূলত তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন করিমনের কয়েক যাত্রী। স্থানীয়রা আরও বলেছে, পাšতাপাড়ার সৈরভ ওই করিমন চালাচ্ছিলো। দুর্ঘটনার পর রফিকুল ইসলামের বাড়ির সামনে করিমন রেখে চালক পালিয়ে যায়। নিহত মিমের দাদা কুরবান আলী বলেন, মিম দুপুরের খাবার খেয়ে বাড়ি থেকে খেলতে বের হওয়ার কিছুক্ষণের মধ্যে করিমন তার প্রাণ কেড়ে নিলো। এ ব্যাপারে হরিণাকুণ্ডু থানার এই.আই আওয়াল ঘটনাস্থল পরিদর্শণ করেন।

Leave a comment