মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির চার এলাকা পরিচালক পদে নির্বাচনের তফশিল ঘোষণা

 

স্টাফ রিপোর্টার: মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির আলমডাঙ্গা, মেহেরপুর ও মুজিবনগর এবং জীবননগর এলাকা পরিচালক পদে ভোটগ্রহণের জন্য তফশিল ঘোষণা করা হয়েছে। আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত পর্যায়ক্রমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মো. মোজাম্মেল হককে রির্টানিং অফিসার ও নির্বাচন কমিশন প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ৪, ৫,৭ ও ১০ নং এলাকার এলাকা পরিচালক পদে নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ১১ ফেব্রুয়ারি ৪ নং আলমডাঙ্গা উপজেলার জামজামি, নাগদাহ, ডাউকি, খাসকররা, বেলগাছি,আইলহাঁস, জেহালা, আলমডাঙ্গা পৌরসভা ও কালিদাসপুর এলাকার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আগামী ১২ ফেব্রুয়ারি ৫ নং আমদহ, পিরোজপুর ও মহাজনপুর (মেহেরপুর ও মুজিবনগর) এলাকায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে মেহেরপুর সদর উপজেলার রাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আগামী ১৩ ফেব্রুয়ারি ৭ নং এলাকা মুজিবনগর উপজেলার দারিয়াপুর, মোনাখালী ও বাগোয়ানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে মুজিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আগামী ১৪ ফেব্রুয়ারি ১০ নং এলাকা জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া, বাঁকা, উথলী, সীমান্ত, হাসাদহ, রায়পুর ও জীবননগর পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে জীবননগর শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়।

নির্বাচিতরা তিন বছর অথবা নির্বাচনী ফলাফল ঘোষণার পরবর্তী ৩য় বার্ষিক সদস্য সভা পর্যন্ত যা আগে ঘটবে সেই পর্যন্ত দায়িত্ব পালন করবেন। নির্বাচনে আবেদনপত্র জমাদানের জন্য প্রার্থীকে ৩৫ বছর থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে। প্রমাণস্বরুপ এসএসসি অথবা সমমানের পরীক্ষা পাসের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। আগ্রহীরা ৩শ টাকার বিনিময়ে আগামী ৮ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। ১২ জানুয়ারি মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার নিকট জমা দিতে হবে।

 

Leave a comment