ডুসাক দিচ্ছে শিক্ষা বৃত্তি : উদ্বোধন করবে ওয়েবসাইট

 

স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চুয়াডাঙ্গা জেলার ছাত্র-ছাত্রীদের মাঝে ‘ডুসাক শিক্ষা বৃত্তি -২০১৬’ প্রদান করা হবে। আগামী ৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা (ডুসাক) এ বৃত্তি প্রদান করবে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, একই অনুষ্ঠানে ঢাবিতে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের অবাধ তথ্য ও ডুসাকের সাবেক-বর্তমান সকল সদস্যকে একত্রিত করার উদ্দেশ্যে উদ্বোধন করা হবে ডুসাকের ওয়েবসাইট www.dusac.net। আয়োজনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। বিশেষ অতিথি জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আ.আ.ম.স আরেফিন সিদ্দিক, ডুসাক প্রধান পৃষ্ঠপোষক ও উপদেষ্টা আহমেদ পিপুল। অনুষ্ঠানে আরও সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডুসাকের সভাপতি নাঈমুল হক রিংকু। আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের আগামী দিনের শিক্ষা কার্যক্রম নির্বিঘ্নে চলমান রাখার প্রত্যয়ে প্রতি বছর এই বৃত্তি প্রদান করা হয়ে থাকে। সংগঠনের পক্ষ থেকে চুয়াডাঙ্গার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক, বর্তমান ও সংশ্লিষ্ট সকলকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।