ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের আরাপপুর মাস্টারপাড়া থেকে ইয়াবাসহ মশিউর রহমান মুসা নামের এক মাদকব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গত শুক্রবার রাতে তাকে আটক করা হয়। আটক মশিউর রহমান আরাপপুর পশ্চিমপাড়ার মৃত ছবেদ আলী বিশ্বাসের ছেলে। গোয়েন্দা পুলিশের ওসি এম.এ হাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে আরাপপুর এলাকায় মাদকব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের এসআই মাহাবুল করিম, এএসআই আবুল কাশেম, শেখ সোহেল সেখানে অভিযান চালিয়ে ২০ পিচ ইয়াবাসহ মশিউর রহমানকে আটক করে। সে ওই এলাকায় দীর্ঘদিন যাবত মাদকব্যবসা করে আসছিলো বলে জানায় পুলিশ।