ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে শহরের চাকলাপাড়ার একটি ছাত্রাবাস থেকে একটি দোনালা বন্দুক ও ৮টি গুলিসহ নাসের আলী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল শনিবার বিকেলে শহরের চাকলাপাড়ার একটি ছাত্রাবাস থেকে তাকে গ্রেফতার করা হয়। নাসের আলী ঝিনাইদহ পৌর এলাকার খাজুরা গ্রামের ফজর আলীর ছেলে।
র্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর মনির আহম্মেদ জানান, শহরের বিভিন্ন স্থানে সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করার জন্য শহরের চাকলাপাড়ার একটি ছাত্রাবাসে সন্ত্রাসীরা অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে ওই ছাত্রবাসে অভিযান চালায় র্যাব। একটি বিদেশি দোনালা বন্দুক, ৮ রাউন্ড গুলি ও একটি দেশীয় অস্ত্রসহ নাসের আলীকে গ্রেফতার করা হয়। নাসের আলী শহরের বিভিন্ন স্থানে অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলো বলেও জানায় র্যাব।