স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা বাগানপাড়ার সুইটকে (২৫) গ্রেফতার করেছে শহর ফাঁড়ি পুলিশ। গতরাত ৮টার দিকে জেলা শহরের বাগানপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরপরই তাকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ বলেছে, বাগানপাড়ার সলেমান হোসেনের ছেলে সুইট দুটি জিআর মামলার গ্রেফতারি পরওয়ানাভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা শহর পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।