স্টাফ রিপোর্টার: খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে চুয়াডাঙ্গায় শিশুর চক্ষু পরিচর্যা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর আড়াইটায় চুয়াডাঙ্গা রেলবাজার আলিয়া মাদরাসার হলরুমে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় রেলবাজার ওয়াইসি জামে মসজিদের সাধারণ সম্পাদক অ্যাড. তছিরুল আলম মালিক ডিউকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি বাংলাদেশ বেতারের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি অ্যাড. আলহাজ কামরুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি আজাদ মালিতা ও চুয়াডাঙ্গা ফাজিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ মীর জান্নাত আলী। কর্মশালায় খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের প্রজেক্ট কো-অর্ডিনেটর মীর মিজানুর রহমান বক্তব্য প্রদান ও ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করেন। এছাড়া একই হাসপাতালের পাবলিক রিলেশন কর্মকর্তা রেজাউল করিম চমৎকার ও প্রাণবন্তু উপস্থাপনার মাধ্যমে শিশুসহ মানুষের চোখের নানা রকম সমস্যা তুলে ধরেন এবং তা থেকে রক্ষা পাওয়ার উপায়ের ওপর বিস্তারিত আলোকপাত করেন। কর্মশালায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী, ইমাম ও গৃহিণীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন চুয়াডাঙ্গা ফাজিল মাদরাসার শারীরিক শিক্ষক রকিবুল ইসলাম।