আলমডাঙ্গার ঘোষবিলা গ্রামের সাবেক ভাটা মালিক আব্দুর রশিদ গ্রেফতার : জেলহাজতে প্রেরণ

 

জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গার ঘোষবিলা গ্রামের সাবেক ইটভাটা মালিক আব্দুর রশিদকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারি পরওয়ানা বলে তাকে  পরশু রাতে আলমডাঙ্গা থানা পলিশ গ্রেফতার করে। গতকাল আদালতে সোপর্দ করা হলে জেলহাজতে প্রেরণের আদেশ দেয়া হয়।

জানা গেছে আলমডাঙ্গার ঘোষবিলা গ্রামের মৃত শুকুর বিশ্বাসের ছেলে আব্দুর রশিদ ইটভাটা মালিক ছিলেন। আলমডাঙ্গার থানার ওসি আকরাম হোসেন জানান, গ্রেফতারি পরওয়ানা বলে এএসআই মিজান সঙ্গীয় ফোর্স নিয়ে গত পরশু শুক্রবার অভিযানে নামেন। গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। অর্থ সংক্রান্ত প্রতারণার মামলায় রশিদ পলাতক ছিলো বলে জানিয়েছে পুলিশ। ওই মামলায় তাকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত জেলহাজতে প্রেরণের আদেশ দেন।

Leave a comment