আব্দুল হান্নান চুয়াডাঙ্গা জেলা স্কাউটসের সম্পাদক পুনঃনির্বাচিত

 

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ স্কাউটস চুয়াডাঙ্গা জেলা শাখার ত্রিবাষিক কাউন্সিলে সম্পাদক পদে আব্দুল হান্নান ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন নাজমুল আরেফিন। গতকাল শনিবার চুয়াডাঙ্গা সার্কিট হাউজে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

১২তম কাউন্সিলে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জেলা স্কাউটসের সভাপতি সায়মা ইউনুস। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কমিশনার শাহ নেওয়াজ ফারুক। প্রতিবেদন উপস্থাপন করেন সম্পাদক আব্দুল হান্নান। ত্রিবার্ষিক কমিটি গঠন নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার। সম্পাদক পদে দুজন  প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৪৯ জন কাউন্সিলর উপস্থিত থেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সম্পাদক পদে আব্দুল হান্নান ১৯ ভোট পেয়ে নির্বাচিত হন, অপর প্রার্থী এসএম ওয়ালিউল্লা সিদ্দিক পেয়েছেন ১৬ ভোট। সহসভাপতি পদে দুজন প্রার্থীর মধ্যে নাজমুল আরেফিন ২১ ভোট পেয়ে নির্বাচিত হন। অপর প্রর্থী বদিউল জলিল হাওলাদার পেয়েছেন ১৪ ভোট। সম্পাদক পদে পুনঃনির্বাচিত হওয়ার পর কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জানিয়ে জেলা স্কাউটসের কার্যক্রম পরিচালনায় সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

Leave a comment