দামুড়হুদার মুন্সিপুর-ঠাকুরপুর সীমান্তে ফেনসিডিল উদ্ধার

 

ভ্রাম্যমাণ সংবাদদাতা: দামুড়হুদার মুন্সিপুর- ঠাকুরপুর সীমান্তের জওয়ানরা মাদক বিরোধী  পৃথক অভিযান চালিয়েছে। অভিযান চালিয়ে ফেনসিডিল উদ্ধার করতে পারলেও আটক করতে পারেনি কোনো মাদক ব্যবসায়ীকে। গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে মুন্সিপুর বিজিবি ক্যাম্পের  সুবেদার অহিদুল ইসলাম গোপন সংবাদের মাধ্যমে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের মুন্সিপুর গ্রামের মাঠে অভিযান চালায়। অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্হায় ৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে। অপর দিকে গত বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৩ টার দিকে ঠাকুরপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মোসলেম উদ্দীন গোপন সংবাদের মাধ্যমে পীরপুরকুল্লা গ্রামের মাঠ থেকে পরিত্যাক্ত অবস্হায় ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।

Leave a comment