চুয়াডাঙ্গা জেলায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গাতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত হয়েছে। “দেশ প্রেম, মানবকল্যাণ, সততা ও নিরপেক্ষতায় আমরা সংশপ্তক” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শুক্রবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের  প্রধান সড়ক প্রদক্ষিণ করে রিসো কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালিতে জেলার কর্মরত বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগী সংগঠন সমূহে অংশ নেয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবসের উদ্বোধন ঘোষণা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা। এ সময় তিনি বলেন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন বাংলাদেশ সরকারের একটি সফল উদ্যোগ। এ ফাউন্ডেশন তাদের দক্ষতা ও স্বচ্ছতার মাধ্যমে তৃনমুলের ছোট ছোট এনজিও গুলোকে আর্থিক সহায়তা প্রদান করে সরকারের পাশাপাশি দারিদ্র বিমোচন ও দেশের কল্যাণে ভুমিকা রাখছে। চুয়াডাঙ্গা জেলায় কর্মরত ৯টি এনজিও ফাউন্ডেশনের সকল সহযোগি সংগঠন গুলোকে এই উন্নয়নমূলক কাজের জন্য আমি ধন্যবাদ জানায়। র‌্যালি শেষে রিসো সভাকক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন উষা সংস্থার নির্বাহী পরিচালক আরিফুল ইসলাম। বক্তব্য রাখেন রিসো’র নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম, আলাপ সংস্থার নির্বাহী পরিচালক আশফাকুর রহমান রিন্টু, পল্লী উন্নয়ন সংস্থা পাস’র নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন, ওয়ার্প সংস্থার নির্বাহী পরিচালক আবেদ উদ দৌলা, গ্রামীন সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাইদুর রহমান লিপু প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন রিসো’র সমন্বয়কারী দারুল ইসলাম ও পিও সাধন কুমার কর।

Leave a comment