মেহেরপুরের পিরোজপুরে সন্ত্রাস জঙ্গিবাদ মাদক প্রতিরোধ সভা

 

মেহেরপুর আফিস: বর্তমান সরকার একটি সুশৃঙ্খল সমাজ ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে এগিয়ে চলেছে। যার সুফল আমরা ভোগ করছি। কোনো গোষ্ঠী বা দল সমাজে অস্থিরতা সৃষ্টি করতে চাইলে প্রচলিত আইনের আওতায় এনে তাদের বিচারের সম্মুখিন করা হবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের রাজনগর পাবলিক লাইব্রেরির সামনে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক প্রতিরোধ এবং সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষার্থে মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তেব্যে এ কথা বলেন মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমান। তিনি আরোও বলেন- মাদক একটি সামাজিক ব্যাধি। যারা মাদক সেবন করে ও মাদক ব্যবসার সাথে জড়িত তাদের তালিকা তৈরি করা হচ্ছে। সন্ত্রাস ও মাদক দমন পুলিশের একার পক্ষে সম্ভব নয়। সকলের প্রচেষ্ঠায় সম্মিলিতভাবে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানের সভাপত্বি করেন ইউপি সদস্য আরমান আলী। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ, পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সহকারী পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, সাবেক সিভিল সার্জন ডা. শাহাদত হোসেন, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চেীধুরী, বারাদী ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন প্রমুখ। মতবিনিময় সভায় এআরবি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান, বারাদী ইউনিট আওয়ামী লীগের সভাপতি শামীম ফেরদৈাস, রাজনগর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাকছার আলীসহ গ্রামের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন সদর থানার এসআই যায়েদ।