দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভূক্ত ৫ আসামিকে গ্রেফতার করেছে। গত বুধবার রাতে দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদের নেতৃত্বে ওসি (তদন্ত) আব্দুল খালেক, সেকেন্ড অফিসার এসআই একরাম, এসআই লিয়াকত হোসেন, এএসআই সাজেদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ওই ৫ আসামিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলো- দামুড়হুদা উপজেলার সুলতানপুরের মৃত গোলাম রসুলের ছেলে আব্দুল হাই (৫৫), দর্শনা ইসলাম বাজারের সিদ্দিকুর রহমানের ছেলে মাজহারুল ইসলাম রবিন (২৪), দেউলী গ্রামের মান্নান হালসনার ছেলে আবুল কাশেম (৪০), জগন্নাথপুর গ্রামের বাবুর আলীর চেলে ইনজেল শেখ (৪২) এবং বড়দুধপাতিলা গ্রামের নুরু মিয়ার ছেলে উজ্জ্বল (১৮)। দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন। গ্রেফতারকৃত ৫ জনের মধ্যে রবিন ৩ মামলার গ্রেফতারি পরোয়ানাভূক্ত পলাতক আসামি।